Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে চ্যানেল এস এর জারিগান-পুথিপাঠ ও বিয়ের গান নিয়ে প্যাকেজ প্রোগ্রাম অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার \ পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী জারিগান ,পুথিপাঠ ও বিয়ের গান নিয়ে ডকুমেন্টরী তৈরী করছে চ্যানেল এস। গত বৃহস্পতিবার ঐতিহাসিক বানিয়াচংয়ের রাজবাড়ীতে সত্য ঘটনা অবলম্বনে কমলা সুন্দরীর কাহিনী নিয়ে জারিগান পরিবেশন করেন উপজেলা বাউল কল্যাণ ফেডারেশন এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহ মুজাহিদ আলম। এ সময় মিউজিকে বাউল মুন্সেফ দেওয়ান, বেহালায় বাউল আলা হোসেন, আব্দুল ছাত্তার, দোতারায় বাউল তাহিদ দেওয়ান ,উজ্জ্বল শীল, একতারায় শুকুর উল্বা, বিশিষ্ট তবলিষ্ট নয়ন মনি দাস, ডোলে শিশু রবি দাস, ডুগি ও সার্কেসন মশিউর রহমান, জাহেদ, আরিফুল ও কমলার চরিত্রে তানিশা সহযোগিতা করেন। পুথিপাঠে ছিলেন এসডি প্রদীপ। মনোমুগ্ধকর জারিগান ও পুথিপাঠ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তী, বিশিষ্ট ব্যবসায়ী লুৎফুর রহমান, সংগীত গুরু তাপস কৃষ্ণ মহারতœ, লোকগীতি গবেষক আবু সালেহ আহমেদ, দেওয়ান সালমা রাজা জলি, দেওয়ান শোয়েব রাজা, এ সময় শতাধিক দর্শক হারিয়ে যাওয়া এসব পরিবেশনা শুনে স্বস্থি প্রকাশ করেন। চ্যনেল এস এর বানিয়াচং প্রতিনিধি মখলিছ মিয়ার তত্ত¡াবধানে পুরো প্যাকেজ প্রোগ্রামটি ক্যামেরায় ধারন করেন চ্যানেল এস এর ক্যামেরা পারসন মুহিত ও সহকারী ক্যামেরা পারসন সেলিম। অনুষ্ঠানটি চ্যানেল এস এর সিলেটের জনপদ অনুষ্ঠানে প্রচার করা হবে।