Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে সরকারী পুকুর দখলকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মামলা

মাধবপুর প্রতিনিধি \ মাধবপুরে পরিত্যক্ত একটি সরকারী পুকুরের দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার সকালে মাধবপুর থানায় এ দুটি মামলা হয়। একটির বাদী হয়েছেন জজ মিয়া পাঠান। যুবসংহতি উপজেলা সভাপতি ফকির কাউছার আহম্মেদকে প্রধান করে ৯ জনের নাম উলে­খসহ অজ্ঞাত ৩০/৪০ জনকে আসামী করে মামলাটি দায়ের করা হয়েছে। অপরদিকে সাদ্দাম হোসেন বাদী হয়ে ছাত্রলীগ নেতা মনির ইসলামকে প্রধান আসামী করে অপর একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে সহকারী কমিশনার ভূমি গতকাল বৃহষ্পতিবার সকালে সরকারী জায়গায় স্থাপনা নির্মাণ করায় পুলিশ নিয়ে উচ্ছেদ করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দু’দিন আগে উপজেলা যুবসংহতির সভাপতির ভাই সড়ক পরিবহন শ্রমিকলীগের নেতা জাবেদ ফকির মাধবপুর বাজারের ভিতর একটি মজা পুকুরের কিছু অংশ দখলে নিয়ে ঘর নির্মাণ করেন। এ জায়গাটি কৃষ্ণনগর বহুমুখী সমবায় সমিতির দখলীয় জায়গা বলে সমিতির সভাপতি চুন্নু মিয়া তার লোকজন নিয়ে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। গত বুধবার রাতে উভয়পক্ষ বিরোধপূর্ণ জায়গা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল­া মনির হোসেন উভয়পক্ষের অভিযোগ প্রাপ্তির স্বীকার করে বলেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।