Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সদর হাসপাতালে ২ জনের মৃত্যু \ পরস্পরবিরোধী বক্তব্য

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এক বৃদ্ধা ও নবজাতকের মৃত্যু হয়েছে। এ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। তাদের স্বজনদের দাবি চিকিৎসার অবহেলায় মৃত্যু হয়েছে। ডাক্তার বলছে ঠাণ্ডাজনিত কারণে মৃত্যু হয়েছে। এ নিয়ে ডাক্তারদের সাথে স্বজনদের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। প্রত্যদর্শী সুত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার শিয়ালদারিয়া গ্রামের মৃত বারিক উল­ার পুত্র আইয়ুব আলী (৬০) বুক ব্যাথায় আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার বিকালে সদর হাসপাতালে ভর্তি হন। তার পুত্র দুলাল জানান, ডাক্তার ভর্তি করে দেয়ার পর বার বার তার কাছে গেলেও তিনি ওয়ার্ডে এসে রোগী দেখেননি। অবশেষে সন্ধ্যায় আইয়্বু আলী মারা যান। অন্যদিকে বানিয়াচং উপজেলার পুকড়া গ্রামের জসিম উদ্দিনের নবজাতক শিশু একই কারণে মারা যায়। এ নিয়ে সন্ধ্যায় রোগীর স্বজনদের সাথে ডাক্তারের বাকবিতণ্ডা হয়। স্বজনদের অভিযোগ ডাক্তারদের অবহেলাতেই তাদের মৃত্যু হয়েছে।