Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সিকন্দরপুর মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

প্রেস বিজ্ঞপ্তি \ দুস্থ ছাত্র সংস্থা সিকন্দরপুর এর পক্ষ হতে সিকন্দরপুর মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও ৭ জন গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শ্রী রাহুল দেবনাথ ২০১৫ সালে মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে এবং শাহ মোঃ শাহ নেওয়াজ সায়েম এইএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় ও মোছাঃ সালমা জাহান প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় তাদেরকে ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সিকন্দরপু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দুল মোক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৯নং পুকড়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বার লাইব্রেরীর সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আলাউদ্দিন তালুকদার, শচীন্দ্র কলেজের প্রভাষক লতিফ হোসেন, শচীন্দ্র কলেজের প্রভাষক প্রসূন আচার্য্য পল­ব। এতে বক্তৃতা প্রদান করেন-সিকন্দরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দাল হোসেন তরফদার, ড: সুনীল বরণ দেবনাথ চৌধুরী, ৯নং পুকড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাসির উদ্দিন সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন-দুস্থ ছাত্র সংস্থার প্রধান নির্বাহী মোঃ আবিদুর রহমান রাসেল এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহ মোঃ শহীদুল ইসলাম শাহরিয়ার ও শাহ মহসিন।