Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অল্পের জন্য বেঁচে গেছেন শচীন!

এক্সপ্রেস ডেস্ক \ দু’দিকের লাইন দিয়ে দু’পাশে ছুটে যাচ্ছে দ্রæতগতির ট্রেন। মাঝখানে লাইনের ওপর হুমড়ি খেয়ে চোখ-মুখ বুঝে পড়ে আছেন তিনি। শচীন রমেশ টেন্ডুলকার। কৈশোরের এই ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতিচারণ করলেন ‘ক্রিকেট ঈশ্বর’। বুধবার (১৩ জানুয়ারি) ভারতের মুম্বাই রেলওয়ে পুলিশের একটি অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন তিনি।
শচীন জানান, তখন তার বয়স ১২-১৩ বছর। একদিন স্কুল থেকে ৪-৫ জন মিলে এক বন্ধুর বাড়িতে দুপুরে খেতে যান। খাবার খেয়ে তারা যান সিনেমা দেখতে। কিন্তু সিনেমা দেখার পর তারা বুঝতে পারেন প্র্যাকটিসের সময় পেরিয়ে যাচ্ছে। তারা দ্রুত ট্রেন ধরার জন্য কোনো দিকে ভ্রুক্ষেপ না করে লাইন পেরিয়ে উল্টো দিকের প্ল্যাটফর্মে ছুটতে থাকেন।
ক্রিকেট ঈশ্বর স্মৃতিচারণ করেন, তারা রেললাইনে নামার সঙ্গে সঙ্গেই দু’দিক দিয়েই ট্রেন এসে পড়ে। হতভম্ব হয়ে কোনোরকমে দু’লাইনের মাঝখানের ফাঁকা জায়গায় শুয়ে পড়ে রক্ষা পান আধুনিক ক্রিকেটের এ নন্দিত খেলোয়াড়। সেই ভয়ানক অভিজ্ঞতা থেকে শচীন সবাইকে রেললাইন পেরোনোর বিষয়ে সতর্ক করেন। তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেন, কয়েক মিনিট সময় বাঁচানোর তাড়া অনেক বড়ো বিপদ ডেকে আনতে পারে।