Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

গবিন্দপুর আধুনিক ট্রেনিং সেন্টারে শিশু বিকাশ প্রশিক্ষণ

প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জ শহরতলীর গবিন্দপুরস্থ অত্যাধুনিক সুসজ্জিত দি খাজা ভ্যানু এন্ড ট্রেনিং সেন্টার-এ ইউনিসেফের আর্থিক ও কারিগরী সহায়তায় সুরক্ষা সুদৃঢ়করণ পদ্ধতি প্রকল্পের সিবিসিপিসি সদস্য ও অভিভাবকবৃন্দকে দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতি সভাপতি বানিয়াচং সদর ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় “দি খাজা ভ্যানু এন্ড ট্রেনিং সেন্টার” এর পৃথক দু’টি ভ্যানুতে এফআইভিডিবি আয়োজিত শিশু অধিকারের আলোকে শিশু বিকাশ প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সোস্যাল ওয়ার্কার বানিয়াচঙ্গের সুজিত কুমার বৈষ্ণব, চুনারুঘাটের সৈয়দ সুহেল রানা, মাধবপুরের আকবর হোসেন নাঈম, চুনারুঘাট উপজেলার সোস্যাল ওয়ার্কার আব্দুল করিম। প্রশিক্ষণে বানিয়াচং সদর ১নং ও ৪নং ইউনিয়নের ৮০ জন্য সিবিসিপিসি সদস্য ও অভিভাবক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ উদ্বোধন শেষে চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন গবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শ্রেণী কক্ষ পরিদর্শন ও ছাত্র-ছাত্রীদের সুশিক্ষার বিষয়ে বক্তব্য রাখেন।