Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং থানায় অতিরিক্ত মাল বোঝাই ট্রাক আটক

বানিয়াচং প্রতিনিধি \ বানিয়াচং থানায় অতিরিক্ত মাল বোঝাই ট্রাক আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সোয়া ৮টায় আটককৃত এ ট্রাকটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো-ট-১৬১৯৬৩।
বানিয়াচং বড়বাজারস্থ দারুল কোরআন মাদ্রাসা রোডের ধান ব্যবসায়ী নূর আলী আশুগঞ্জে রপ্তানির জন্য এই ট্রাকটিতে প্রায় ১৫-১৮ মেট্রিক টন ধান ভর্তি করে হবিগঞ্জ-বানিয়াচং সড়ক দিয়ে পাঠাচ্ছিলেন। পথিমধ্যে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তী প্রত্যক্ষ করে মুঠোফোনে থানার ডিউটি অফিসারকে ট্রাকটি আটকের নির্দেশ দেন। ট্রাকটি থানার সামনে পৌঁছামাত্র পুলিশ তার নির্দেশে আটক করে। আটকের পর চালক গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেনি। গাড়িতে বহনকৃত মালের চালান রশিদও দেখায় নি। উলে­খ্য, হবিগঞ্জ-বানিয়াচং সড়কের বেইলী গুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় কর্তৃপক্ষ ১০ টনের অধিক ওজনের গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু এ নিষেধাজ্ঞা অমান্য করে বানিয়াচংয়ের একশ্রেণীর প্রভাবশালী ব্যবসায়ী ১৫থেকে ২০-২৫ টন ওজন মাল বোঝাই গাড়ি চলাচল করাচ্ছেন। অতিরিক্ত পন্যবাহী গাড়ি চলাচলের ফলে ঝুঁকিপূর্ণ সুটকী নদীর ব্রীজটি ভেঙ্গে পড়লে জেলা শহরের সাথে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং দির্ঘদিনেও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা সম্ভবপর হবেনা বিধায় স্থানীয় সংসদ সদস্য আব্দুল মজিদ খানসহ প্রশাসনিক কর্মকর্তারা বিভিন্ন কর্মসূচীতে নিষেধাজ্ঞা মান্য করার আহবান জানিয়ে বক্তব্য রাখছেন। এছাড়া উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট মহলকে অবগত করা হয়েছে।