Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ধানের দাম বাড়িয়ে কৃষক পরিবার ও ব্যবসায়ীদের অস্থিত্ব রক্ষার দাবী

বানিয়াচং প্রতিনিধি \ ধানের মূল্য মন প্রতি হাজার টাকা ধার্য করে সরকারীভাবে ক্রয়ের মাধ্যমে চাষী পরিবার ও ব্যবসায়ীদের অস্থিত্ব রক্ষার দাবী জানিয়ে কৃষক ও ব্যবসায়ী বান্ধব সরকারের বিভিন্ন পর্যায়ে পত্র পাঠিয়েছেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচঙ্গের ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। ১৩ জানুয়ারী বিকালে শতাধিক কৃষক ও ধান ব্যবসায়ী চেয়ারম্যান মমিনের অফিসে সাক্ষাৎ করে ধানের মূল্য নি¤œ মূখী হওয়াতে কৃষক পরিবার ধান চাষে নিরুৎসাহের কারণ উলে­খ করে বোরো জমি অনাবাদী থাকার আশংকার কথা জানান। আবার কৃষি উপকরণের উর্দ্ধগতির ফলে আধাভাগী ও রংজমা দিতে পারছেন না শহর ও গ্রামে বসবাসকারী কৃষি নির্ভরশীল জমির উপসত্ব মালিক ও চাকুরীজীবি ব্যবসায়ীগণ। তারা আশংকা করছেন এ অবস্থায় গ্রামীণ সমাজে অপরাধ প্রবণতা ও চরম বিশৃঙ্খলা দ্রুত বেড়ে যাবে। তারা ধানের মূল্য হাজার টাকা নির্ধারনের ঘোষনার পূর্বে ভারত থেকে অবাধে চাল আমদানী বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রস্তাব সরকারের গোচরীভূত করার আহŸান জানান। এ দিকে চেয়ারম্যান মমিন কৃষক ব্যবসায়ীদের বাস্তব ও ন্যায্য দাবীর বিষয়টি ই-মেইল ও ফ্যাক্স এর মাধ্যমে তাৎক্ষণিক প্রধানমন্ত্রী, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করেন। পত্রে তিনি কৃষকের গেল বছরের গোলাজাত ধান অবিক্রিত থাকায় জমি ও ভূমির মূল্য নি¤œগামী হওয়াতে কৃষক পরিবার গ্রামীণ মহাজনদের খপ্পড়ে পড়ে স্বর্বশান্ত হওয়ার আশংকার বিষয়টি উলে­খ করেন। পত্রে চেয়ারম্যান মমিন কৃষকদের বিনা জামানতেুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুু দ্রুত পর্যাপ্ত ব্যাংক ঋণ প্রদানের অনুরোধ করেছেন।