Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মুড়ারবন্দের ঐতিহাসিক ওরস সিসি ক্যামেরার আওতায়

চুনারুঘাট প্রতিনিধি \ সঠিক উদ্যোগ ও সুষ্ঠু পরিকল্পনায় চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ দরগাহ শরীফে সিসি ক্যামেরার মাধ্যমে বিশেষ সিকিউরিটির ব্যবস্থা নেয়া হয়েছে। হযরত নাছির উদ্দিন সিপাহসালাহসহ ১২০জন আউলিয়ার দরগাহ শরীফ মুড়ারবন্দে গতকাল থেকে পবিত্র ওরস আরম্ভ হয়েছে। স্থানীয় প্রশাসন ও চুনারুঘাট থানার গোয়েন্দার এস আই কাজী মোঃ মুসলিম উদ্দিনের পরিকল্পনা ও নেতৃত্বে মুড়ারবন্দ দরগাহ প্রাঙ্গন ৮/১০ টি সিসি ক্যামেরার দ্বারা বিশেষভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এছাড়াও উক্ত ওরসে স্থানীয় ও বহিরাগতদের নিরাপত্তার জন্য সারাদিন ব্যাপী হবিগঞ্জ ও চুনারুঘাট থানা-পুলিশের কড়া টহল চলছে।  ওরস ও মেলায় গ্রাম পুলিশ ও আনসার-বিডিবি সদস্য মোতায়ন করা হয়েছে। অত্র ওরস কমিটির সভাপতি আলহাজ্ব আজগর আলী মেম্বারের কাছে ওরসের শান্তি শৃংখলা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ওরসের বিভিন্ন বিভাগ আমরা কতিপয় স্বেচ্ছাসেবক দ্বারা নিয়ন্ত্রন করার চেষ্টা করছি। দূর-দূরান্তের গাড়ি নিরাপদভাবে রাখার জন্য মুহিতুজ্জামানের নেতৃত্বে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। উলে­খ্য, এটি মুড়ারবন্দ দরগাহ শরীফের ৬৯৫তম ওরস মোবারক। এ ওরস ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে।