Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চেম্বার অব কমার্সের মাসব্যাপী কৃষি, শিল্প ও বাণিজ্য মেলা শুরু

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের (নিউফিল্ড) মাঠে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপী কৃষি, শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় সংসদ সদস্য এডভোকেট আবু জাহির প্রধান অতিথি হিসেবে মেলার ফিতা কেটে উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউল আলম ও সহকারী পুলিশ (উত্তর) সাজিদুর রহমান। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, পরিচালক মিজানুর রহমান মিজান, হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন ও মেলার ইজারাদার পণ্ডিত প্রমুখ। মেলায় বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীর ১০০টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। প্রধান অতিথি বক্তব্যে বলেন, বাণিজ্য মেলায় ইসলাম বিরোধী কোন কার্যকলাপ চলবে না। এছাড়া বিনোদনের জন্য রয়েছে সার্কাস থাকলেও অশ্লীল নাঁচ, গান-বাজনা, জুয়া ও মাদকসেবন চলবে না। এ সব যারা করবে, যদি অভিযোগ পাওয়া যায় তাৎক্ষণিক মেলা বন্ধ করে দেয়া হবে। মেলায় অতিরিক্ত বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, ট্রেন, ম্যাজিক ইত্যাদি।