Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ইকোনোমিক জোন স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি \ চুনারুঘাটের চান্দপুর-বেগমখান চা বাগানের ৫১১ একর কৃষি জমিতে স্পেশাল ইকোনোমিক জোন স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় শহীদ স্মৃতিসৌধ ‘দুর্জয় হবিগঞ্জ’-এ ‘চা শ্রমিকদের ভূমি অধিকার রক্ষা সংহতি পরিষদ, হবিগঞ্জ’ আয়োজিত মানববন্ধনে সংহতি প্রকাশ করেন ও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা এডভোকেট দেওয়ান মিনহাজ গাজী, জেলা বারের সহ-সভাপতি এডভোকেট মুরলী ধর দাশ, এডভোকেট রণধীর দাশ, তেল-গ্যাস-রক্ষা কমিটির জেলা সভাপতি নুরুল হুদা চৌধুরী শিবলী, জেলা জাসদ সভাপতি এডভোকেট তাজউদ্দিন আহমেদ সুফী, জেলা সিপিবি সাধারণ সম্পাদক পীযূষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, উদীচী শিল্পী গোষ্ঠীর সাবেক জেলা সভাপতি আজমান আহমেদ, গণজাগরণ মঞ্চ হবিগঞ্জ-এর সংগঠক হুমায়ুন খান, জেলা জাসদ সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, সাংবাদিক মুজিবুর রহমান, জাসদ নেতা শাহ আব্দুল কাইয়ুম, ডাঃ সৈয়দ এম আবরার জাবের, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সাহিত্য ও সংবাদকর্মী সিদ্দিকী হারুন, এডভোকেট গোলাম সারোয়ার জাহান লিটন, হবিগঞ্জ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি অজেয় বিক্রম শিবু, সংস্কৃতিকর্মী সারোয়ার পরাগ, জেনারেল এম এ রব স্মৃতি ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক কেএমএ ওয়াহাব নঈমী, সিএনজি শ্রমিক নেতা অনু মিয়া, শ্রমিক ফ্রন্ট নেতা হাসান অনির্বাণ, জেলা বাসদ (মার্কসবাদী) নেতা শফিকুল ইসলাম, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদা খাঁ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পলাশ, কাপাই চা বাগানের শ্রমিক নেতা সমরা গঞ্জু, ছাত্র ইউনিয়ন জেলা আহবায়ক দেবেশ ঋষি প্রমুখ।
পথসভায় বক্তাগণ চান্দপুর-বেগমখান চা বাগানের শ্রমিকদের কৃষি জমিতে ইকোনোমিক জোন স্থাপনের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবী জানান। তারা বলেন, ৫শ’ ১১ একর জমির উপর নির্ভরশীল সাড়ে ৭ হাজার চা শ্রমিককে উচ্ছেদ করা চলবে না। এছাড়া কৃষি জমিকে ‘অকৃষি জমি’ হিসেবে দেখিয়ে ‘বেজা’র নিকট হস্তান্তরের জন্য দায়ী সরকারি কর্মকর্তাদের শাস্তির আওতায় আনতে হবে।