Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দিগন্ত বাস দুঘর্টনায় শচীন্দ্র কলেজ শিক্ষক হারুণ পঙ্গুত্বের পথে

স্টাফ রিপোর্টার \ দিগন্ত পরিবহণের একটি বাস সড়ক দুঘর্টনার কবলে পড়ে স্বপরিবারের আহত হয়েছেন শচীন্দ্র কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম হারুন।
জানা যায়, গত বুধবার (৬ জানুয়ারী) ঢাকাগামী দিগন্ত বাস সকাল ৯টার দিকে আশুগঞ্জ রাজমনি হোটেলের কাছে পৌঁছুলে বিআরটিসি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই অধ্যাপক তার স্বপরিবারে গুরুতর আহত হন। আহতরা হলেন- শচীন্দ্র ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক তরিকুল ইসলাম হারুন (৪৯), তার স্ত্রী হবিগঞ্জ দারুসুন্নাহ সিনিয়র মাদ্রাসার প্রভাষক প্রজ্ঞা করিম (৪৪), তাদের দুই সন্তান বিকেজেসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী তানজিমা ইসলাম প্রকৃতি (১৫) ও হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্র তাকরিমুল ইসলাম প্রাপ্ত (১২)। এছাড়াও ১৫ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত অধ্যাপক তরিকুল ইসলাম হারুনকে দেখতে সরমিতা হাসপাতালে যান কেন্দ্রিয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ডাক্তার সাখাওয়াত হাসান জীবন।
আহত চারজনকে প্রথমে আশুগঞ্জ ডে-নাইট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে ঢাকার পান্থপথে অবস্থিত সমরিতা হাসপাতালে ভর্তি করা হয়।
আহত তরিকুল ইসলাম হারুন সেলফোনে জানান, তার দুই পা ও মেয়ে প্রকৃতির ডান পা ভেঙ্গে গেছে। তার স্ত্রী মাথায়  ও  ছেলে প্রাপ্ত এক চোখে মারাত্মক আঘাত পেয়েছেন।