Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আমন সংগ্রহ উদ্বাধনী অনুষ্ঠানে এমপি আবু জাহির \ কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য সরকার কাজ চালিয়ে যাচ্ছে

সিরাজুল ইসলাম জীবন \ হবিগঞ্জে আমন চাউল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের খাদ্য গুদামে এ অভিযানের উদ্বোধন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। উদ্বোধনকালে সংসদ সদস্য সংক্ষিপ্ত এক বক্তৃতায় বলেন, আওয়ামী লীগ সরকার দেশের খাদ্যে স্বয়ংসম্পুর্ণতা অর্জনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন আর কৃষকদের ভাগ্য উন্নয়নে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। আমন চাউল সংগ্রহ অভিযান উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী,  জেলা খাদ্য নিয়ন্ত্রক সাজ্জাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শংকর পাল, হাবিবুর রহমান খান, সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম, ২নং ওর্য়াড কাউন্সিলর বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আমিন ওসমান ও সদর খাদ্য নিয়ন্ত্রক এ কে এম এমরান হোসেন প্রমুখ। ২০১৫-১৬ মওসুমে হবিগঞ্জ জেলায় ৫ শ ৭ মেট্রিন টন আমন চাউল সংগ্রহ করা হচ্ছে । প্রতি কেজি ৩১ টাকা ধরে চাউল ক্রয় করা হবে। এর মধ্যে হবিগঞ্জ সদরে ২ শত ৪৩ মেট্রিক টন চাউল সংগ্রহ করা হবে।