Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনের নথি তলব \ ১৭ জানুয়ারী শুনানি

স্টাফ রিপোর্টার \ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচন এর নথি তলব স্থগিতাদেশ বাতিল চেয়ে আবেদনের প্রেক্ষিতে ১৭ জানুয়ারি শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘ভোট গণনায় গড়মিলের অভিযোগ এনে এবং শায়েস্তাগঞ্জ পৌরসভায় নির্বাচিত মেয়রের বিষয়ে গেজেট প্রকাশ স্থগিত চেয়ে ৪ জানুয়ারি হাইকোর্টে রিট আবেদন করেন বিএনপি মনোনীত পরাজিত মেয়র প্রার্থী ফরিদ আহমেদ অলি। আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের বেঞ্চ শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনের ব্যালট পেপার ও প্রয়োজনীয় সব কাগজপত্র সাতদিনের মধ্যে হাইকোর্টে দাখিল করার জন্য আদেশ দিয়েছিলেন। হাইকোর্টের নথি তলবের আদেশ স্থগিত চেয়ে রীট আবেদন করেন নব-নির্বাচিত মেয়র ছালেক মিয়া। তার আবেদনের প্রেক্ষিতে চেম্বার জজ গত ৬ জানুয়ারি দুই সপ্তাহের জন্য নথি তলবের আদেশ স্থগিত করেন। রবিবার অলির পক্ষে প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক চেম্বার জজের স্থগিতাদেশ বাতিল চেয়ে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে চেম্বার জজ আগামী ১৭ জানুয়ারি সুপ্রিমকোর্টের আপিল বিভাগের ফুলকোর্টে স্থগিতাদেশ বাতিলের শুনানির জন্য দিন ধার্য্য করেছেন।