Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আব্দুল গাফফার চৌধুরী কর্তৃক সিলেটবাসীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে আউশকান্দিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রেস বিজ্ঞপ্তি \ ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেট বাংলাদেশের আধ্যাত্বিক রাজধানী হিসাবে খ্যাত। সিলেটবাসীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে আজ বিশ্বের বুকে আমরা গর্বিত। তাই বৃহত্তর সিলেটবাসীকে নিয়ে সম্প্রতি লন্ডনের একটি টিভি চ্যানেলে কলামিষ্ট আব্দুল গাফফার চৌধুরী “লাঙ্গল টু লন্ডন” কটুক্তির মাধ্যমে বিভিন্ন অশালিন ভাষা ব্যবহার করায় এর প্রতিবাদে রবিবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত¡রে সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিতিতে এক বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়। বিভিন্ন সংগঠনের ব্যানার প্যাষ্টুন নিয়ে দলে দলে মানববন্ধনে যোগদেন সহ¯্রাধীক জনতা। এতে বক্তারা বলেন, কোন ব্যক্তি যদি সিলেটকে নিয়ে কটুক্তি করে তবে তিনি রেহাই পাবেন না। পূর্ণভূমি সিলেটে ঘুমিয়ে রয়েছেন ৩৬০ আউলিয়াগণ। এই পূণ্য ভূমির লোককে কেহ ক্ষুন্ন করে দেখলে তা সহ্য করা হবে না। আব্দুল গাফ্ফার চৌধুরী লন্ডনে সিলেটবাসীকে নিয়ে যে কটুক্তি করেছেন, আমরা তাকে সিলেট থেকে অবাঞ্চিত ঘোষনা করলাম। এবং সে যদি অচিরেই তার বক্তব্য প্রত্যাহার না করে তবে পরবর্তিতে সিলেটবাসীকে সাথে নিয়ে “আমরা সবাই সিলেটী” এর ব্যানারে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। পরিশেষে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে এ ব্যাপারে তড়িৎ পদক্ষেপ গ্রহন করিতে জোর দাবী জানিয়েছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন ও যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক মছনু আহমেদ চৌধুরীর সার্বিক সহযোগীতায় মানববন্ধন পরবর্তি প্রতিবাদ সভায় সাংবাদিক বুলবুল আহমদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, হবিগঞ্জ পল­ীবিদ্যুৎ সমিতির ১২নং এলাকার পরিচালক শফিউল আলম হেলাল, সাংবাদিক এম এ আহমদ আজাদ, ইউপি যুবলীগের আহŸায়ক হাজী আব্দুল হামিদ নিকছন, আউশকান্দি র প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি ফকির ফজলু মিয়া, চ্যানেল এস প্রতিনিধি রাকিল হোসেন, যুক্তরাজ্য প্রবাসী হাজী মুহিবুর রহমান হারুন, জেলা যুবলীগ নেতা আবুল কালাম, সাংবাদিক মোঃ ছাদিকুল ইসলাম, শাহ সুলতান আহমদ, গীতিকার এম মুজিবুর রহমান, শেখ সামছুল ইসলাম, জহুর উদ্দিন, ডাঃ নাজমুল হক চৌধুরী পলাশ, সুলতান মাহমুদ, মহিবুর রহমান চৌধুরী তছনু, দিলশাদ আহমদ, বদরুজ্জমান চানু, সুহেল আহমদ তাজ, বজলু আহমদ, শেখ কায়ছার হামিদ। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল বাছিত চৌধুরী, মুজিবুর রহমান, আব্দুল করিম তুতা, মইনু মিয়া, শেখ সালাম, আনার মিয়া আনা, আলাউর রহমান, মন্টি ঠাকুর, মাসুম আহমদ, সেবুল আহমদ, লিটন মিয়া, রাসেল আহমদ, দুলাল মিয়া, রাজু আহমদ, শামীম আহমদ, হাবিবুর রহমান, সজলু মিয়া, রাজু আহমদ, শাফিকুল মিয়া, সিনবাদ মিয়া, তাহিদ মিয়া, সামাদ, রমজাদ, আশরাফুল, সুজন মিয়া, আবুল খায়ের, খালেদ আহমদ, আহাদ মিয়া প্রমূখ।