Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ‘একঘরে’ ফতোয়া

চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামের ফিরোজ খান ও তার পরিবারকে একঘরে রাখার রায়টি এখনো তুলে নিচ্ছে না সমাজপতিরা। এ নিয়ে গত ৮ জানুয়ারী স্থানীয় ইউনিয়ন অফিসে আবেদন করেছেন ফিরোজ খান। স্বারক নং ২০১৬/১ তাং ০৮/০১/২০১৬। ওই পরিবারকে একঘরে রাখার কারনে তিনি সামাজিক কোন আচার অনুষ্টানে যেতে পারছেন না। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু।
ফিরোজ খান তার আবেদনে বলেন, তার দুই ছেলের মাঝে পাওয়ার ট্রিলার নিয়ে মত বিরোধ চলছিলো। এ নিয়ে গ্রামে কয়েক দফা শালিস বৈঠক অনুষ্টিত হয়। কিন্তু তার পুত্রদ্বয়ের মাঝে সৃষ্ট বিরোধের শান্তিপুর্ণ সমাধান হয়নি। এক পর্যায়ে গ্রামের কিছু স্বার্থান্বেষী লোক তার বড় পুত্র ভিংরাজ খানের পক্ষ নিয়ে তার পরিবারে অশান্তির বীজ রোপন করে। গত  ঈদুল ফিতরের আগের দিন এ বিষয়টি নিয়ে গ্রামে আব্দুল খালেক মছল­ীর সভাপতিত্বে আরো একটি প্রহসন মুলক শালিস বৈঠক আহŸান করলে ফিরোজ খান সেই শালিসে উপস্থিত হননি। ওই শালিসে গ্রামের শামসুল আলম ফুল মিয়ার প্রস্তাব মতে ফিরোজ খানকে একঘরে করে রাখার রায় প্রদান করেন বৈঠকের সভাপতি। ওই শালিস বৈঠকে অন্যান্যদের সাথে আঃ জব্বার ও ছুরত আলী মীর উপস্থিত ছিলেন। এ রায় এখনো বলবৎ রয়েছে বলে জানান ফিরোজ খান। এ ব্যাপারে গ্রাম্য মুরব্বী শামসুল আলম ফুল মিয়া বলেন, তাকে একঘরে করা হয়নি তবে ফিরোজ খানের সাথে গ্রামের কেউ যেন সম্পর্ক না রাখেন ওই শালিসে সে অনুরোধ করা হয়েছে।