Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নব-নির্বাচিত মেয়র ছাবির চৌধুরীকে নবীগঞ্জ উপজেলা যুবদলের সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি \ গতকাল সন্ধ্যায় নবীগঞ্জে নব নির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেছে নবীগঞ্জ উপজেলা যুবদল। গোল্ডেন প্লাজাস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সহ সভাপতি আব্দুর রকীব ও যুবদল সাধারণ সম্পাদক সোহেল আহমেদ চৌধুরী রিপন এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, সংবর্ধিত ব্যক্তিত্ব নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও নবীগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক যুবরাজ গোপ, যুক্তরাজ্য বিএনপি নেতা সামছুল হুদা চৌধুরী বাচ্চু, বজলুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা সাইফুর রহমান, মাও. মোস্তফা আল হাদী, সাহেব আলী, যুবদলের সাবেক সভাপতি মজিদুর রহমান মজিদ, সহ সভাপতি আব্দুল বাছিত রাসেল, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান চৌধুরী, আব্দুল মুকিত, প্রচার সম্পাদক পিন্টু পুরকায়স্থ, অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দীকি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তজম্মুল হুসেন চৌধুরী, ক্রীড়া সম্পাদক জুয়েল আহমেদ, রূপন আহমেদ, ৮নং সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক হুসাইন আহমেদ, যুবদল নেতা শাহিন আহমেদ, সিরাজ আহমেদ, ৩নং যুবদলের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, ৩নং যুবদল নেতা খালেদ আহমেদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক মিজানুর রহমান জুয়েল, যুগ্ম আহŸায়ক আবুল কালাম মিঠু, নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখার আহŸায়ক অলিউর রহমান অলি, ছাত্রনেতা শেখ শিপন, জামাল আহমেদ, লিমন আহমেদ প্রমুখ। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ সুজাত মিয়া বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে জাতীয়তাবাদী শক্তির সকল পর্যায়ের নেতকর্মীকে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে যে কোন গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে। সংবর্ধিত ব্যক্তি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী গত ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনে তাকে বিপুল ভোটে বিজয়ে করায় নবীগঞ্জ পৌরবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে নবীগঞ্জ উপজেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীকে ত্যাগ স্বীকার করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং আগামীতে নবীগঞ্জ পৌর এলাকাকে আধুনিক রূপে গড়ে তুলতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।