Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বরযাত্রীবাহী গাড়িসহ পৃথক দুর্ঘটনায় ১৫ জন আহত

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বরযাত্রীসহ  অন্তত ১৫ জন আহত হয়েছে। হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের চেয়ারম্যান গেইট ও নবীগঞ্জ-আউশকান্দি সড়কের কুর্শি বাস ষ্ট্যান্ডের নিকটে দুর্ঘটনাগুলো ঘটে।
চেয়ারম্যান গেইট এলাকায় দুর্ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে-নবীগঞ্জ থেকে একটি ইমা গাড়ি হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল গ্রামের বরযাত্রি নিয়ে হবিগঞ্জে আসছিল। চেয়ারম্যান গেইটের নিকট পৌছুলে একটি ট্রাককে পাস করার সময় ইমা গাড়িটি সফিক মিয়ার দোকানে আঘাত করে একটি গাছের সাথে ধাক্কা লেগে আটকে যায়। এতে এক শিশুসহ ৫ বরযাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হলেন সিরাজ খান (৩০), শাকিল (১৭), রইছ আলী (৩৫) ও রইছ আলীর মেয়ে বৃষ্টি আক্তার (৫)।
এদিকে ইমামবাড়ি বাজারে স্থানীয় জনতা ট্রাকটি চালকসহ আটক করেছে। ট্রাক চালক হচ্ছে, বি-বাড়িয়া জেলার বাখরনগর গ্রামের রুবেল মিয়া। সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে ট্রাক চালকের কাছ থেকে ৬হাজার টাকা আদায় করে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
অপর দুর্ঘটনাটি ঘটেছে একই দিন বিকেলে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের কুর্শি বাস ষ্ট্যান্ডের নিকট।
প্রত্যক্ষদর্শীরা জানান, আউশকান্দি থেকে ছেড়ে আসা নবীগঞ্জগামী সিএনজি কুর্শি বাস ষ্ট্যান্ডের নিকট পৌছুলে বিপরীতমুখী ইমা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে গাড়ী দুটি ধমুড়ে মুছড়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। সংঘর্ষে গুরুতর আহতরা হল, ফয়েজ মিয়া (৩৫), আবিদুল ইসলাম (২৫), মুহিবুর রহমান (৩৫), রিমা বেগম (১৮), কাঞ্চন মিয়া (৬৩) ও জাহানারা বেগম (৬০)। তাদেরকে সিলেট মেডিকলে প্রেরণ করা হয়েছে।