Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে বুরুজপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি \ বানিয়াচঙ্গ উপজেলা সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়নের বুরুজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রমের উদ্বোধন করলেন সংসদ সদস্য আলহাজ এডভোকেট আব্দুল মজিদ খান। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রতন সরকার। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ এডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচঙ্গের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন খান, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতি সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি মোঃ ছায়েব আলী এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসেন খান, আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়, প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ ও আলী রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ মোঃ আব্দুল মন্নান, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ রেখাছ মিয়া, উপজেলা এলসিবিসিই অফিসার দেবাশীষ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কাদির তোফানী, সর্দার মোত্তাকিন বিশ্বাস প্রমুখ। সভার পূর্বে এমপি মজিদ খান স্কুলের ফলক উন্মোচন করেন এবং স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।
উলে­খ্য, স্কুলবিহীন গ্রামে সরকারী প্রাথমিক স্কুল নির্মাণ কর্মসূচির আওতায় বুরুজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ৫৪ লাখ টাকা ব্যয়ে গত অর্থ বছরে নির্মাণ করা হয় এবং চলতি শিক্ষাবর্ষে জানুয়ারী মাসে পাঠ্য কার্যক্রম শুরু করা হয়েছে।