Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গ দারুল হিকমাহ একাডেমীর পাঠ্য কার্যক্রম শুরু

বানিয়াচং প্রতিনিধি \ বানিয়াচঙ্গ উপজেলা সদর চতুরঙ্গরায়ের পাড়ায় আধুনিক প্রযুক্তি সন্নিবেশিত “দারুল হিকমাহ একাডেমীর পাঠদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। একাডেমী ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সর্দার মোঃ আব্দুর রহিম। দারুল হিকমাহ একাডেমীর শিক্ষক হাফেজ মাওলানা নুরুল আমীনের পরিচালনায় সভার শুরুতে একাডেমী প্রতিষ্ঠাতা মহাপরিচালক প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান স্বাগতিক বক্তৃতায় আধুনিক তথ্য প্রযুক্তি সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যক্ত করেন। সভায় একাডেমীর সাফল্য ও সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তৃতা করেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতি সভাপতি ও বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, জনাব আলী ডিগ্রী কলেজ প্রিন্সিপাল মোঃ সাফিউজ্জামান খান, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসেন খান, ভাইস প্রিন্সিপাল কাজী মাওলানা আতাউর রহমান, মাওলানা সাজ্জাদুর রহমান, জনাব আলী কলেজ শিক্ষক খায়রুল বাসার সোহেল, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মহিবুর রহমান মিটু, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা গোলাম কাদির, মাওলানা আব্দুল আলী প্রমুখ।