Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ নাগরিক কমিটির বর্ষপূর্তি ও বার্ষিক প্রকাশনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার \ জেলা প্রশাসক সাবিনা আলম বলেছেন হবিগঞ্জের বিভিন্ন শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষার্থীরা ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জ্ঞান নেই বা জানার কোন আগ্রহ নেই। অথচ হবিগঞ্জ অত্যন্ত সমৃদ্ধ জেলা। ইতিহাস ঐতিহ্য সৃষ্টি সম্পর্কে জ্ঞান নেই। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জ্ঞান আহরণ করা অথচ বর্তমানে শিক্ষার্থীরা বাস্তব ও কর্মমুখী হচ্ছে না। গতকাল বুধবার সন্ধ্যা ৬ টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে হবিগঞ্জ নাগরিক কমিটির ৯ম বর্ষপূর্তি ও বার্ষিক প্রকাশনা হবিগঞ্জ দর্পন প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাবিনা আলম উপরোক্ত কথা বলেন। নাগরিক কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য চৌধুরী আব্দুল হাই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদারের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আব্দুর রউফ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আলহাজ্ব ফরিদ মিয়া। স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখত, ডাঃ মোঃ জমির আলী, তাহমিনা বেগম গিনি, মনসুর উদ্দিন ইকবাল, অ্যাডভোকেট আমির হোসেন, অধ্যক্ষ আজগর আলী, আলাউদ্দিন আহমেদ, আলহাজ্ব শামীম আহছান, মোঃ ফজলুর রহমান, আমজাদ হোসেন চৌধুরী, আব্দুল মোতালিব মমরাজ, এনাম আহমেদ প্রমূখ।