Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা বাড়ছেই \ স্বজনরা ক্ষুব্ধ কর্তৃপক্ষ নির্বিকার

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ডাক্তারের সাথ স্বজনদের হাতাহাতির ঘটনা ঘটেছে। শিশুটির মৃত্যুর জন্য সংশ্লিষ্ট ডাক্তার আবু সুফিয়ানকে দায়ী করছেন স্বজনরা। শিশুটি হচ্ছে-হবিগঞ্জ সদর উপজেলার কলিমনগর গ্রামের সেনা সদস্য শাহজাহানুর রহমানের ছেলে সানিজদ (১)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে সানজিদকে ডায়রিয়া আক্রান্ত অবস্থায় আবু সুফিয়ানের ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার আবু সুফিয়ান সানজিদের প্রাথমিক চিকিৎসা করেন। পরে তাকে সদর হাসাপাতালে ভর্তির পরামর্শ দেন। পরামর্শ মোতাবেক হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যার দিকে সানজিদের অবস্থার অবনতি ঘটে। এ সময় সানজিদের স্বজনরা ইমার্জেন্সিতে থাকা ডাক্তারের স্মরণাপন্ন হন। ইমার্জেন্সির কর্তব্যরত ডাক্তার পল­রাম রায় রোগী দেখার পর মৃত ঘোষণা করেন। এ সময় সানজিদের স্বজনরা উত্তেজিত হয়ে উঠে। এক পর্যায়ে ডাক্তারের সাথে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা হাসপাতালে ভীড় জমায়। হাসপাতালে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে হবিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
উত্তেজিত লোকজনের সাথে আলাপ হলে তারা বলেন, ডাক্তারের গাফিলতি এবং ভুল চিকিৎসায় প্রায় এ ধরণের শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। একের পর শিশু মৃত্যুর ঘটনা ঘটলেও দায়ীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছেনা। দায়ী ডাক্তাররা এসবের তোয়াক্কা না করেই দায়সারা গোচের দায়িত্ব পালন করে যাচ্ছেন। পুলিশসহ সাধারণ মানুষ এসব ঘটনার প্রত্যক্ষদর্শী হলেও হাসপাতাল কর্তৃপক্ষ যেন কিছুই জানেন না। তারা রহস্যজনক কারণে নিরব নির্বিকার। কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন। এসব ঘটনার কোনটিরই কোন তদন্ত হয়নি। এ ব্যাপারে আবাসিক মেডকেল অফিসার ডা: আবু নাইম মাহমুদ হাসানের সাথে আলাপ হলে তিনি জানান, শিশু মৃত্যুর ঘটনার বিষয়ে তদন্ত করা যায় কি-না তা কমিটি গঠন করে দেখা যাবে।
এদিকে একই দিন সকাল ১১টার দিকে শিশু ওয়ার্ডে এক রোগীর স্বজনদের সাথে ডাক্তার আবু সুফিয়ানের হাতাহাতির ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। পরে পুলিশ তাকে উদ্ধার করে। এ ব্যাপারে আবাসিক মেডিকেল অফিসার ডা: আবু নাইম মাহমুদ হাসান জানান, একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তবে সব কিছু ঠিক করে বলতে পারবনা।