Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এর চেয়েও বড় মাপের ভ‚মিকম্প হতে পারে

এক্সপ্রেস ডেস্ক \ ‘সোমবারের ভ‚মিকম্পের চেয়েও বড় মাপের ভ‚মিকম্প আমাদের দেশে হতে পারে। এটা বরাবরই বলে আসছি’। আমাদের সময় ডটকমের সাথে আলাপকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভ‚তত্ত¡ বিভাগের চেয়ারম্যান ড. সৈয়দ হুমায়ুন আখতার এ কথা বলেন। সোমবার ভোরবেলা অনুভ‚ত ভ‚কম্পন সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও বলেন,‘যে এলাকাটি আজকের ভ‚মিকম্পের উৎপত্তিস্থল সেখানে রিখটার স্কেলে ৮ মাত্রার ভ‚মিকম্পের শক্তি সঞ্চিত হয়ে আছে। ভ‚-প্রাকৃতিকভাবে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে’।
তিনি আরও বলেন,‘  আমাদের দেশে ৮ মাত্রার ভ‚মিকম্প হলে  যে পরিমাণ ক্ষতির সম্মুখীন আমরা হব তা মোকাবেলা করার মতো খুব বেশি প্রস্তুতি বাংলাদেশ সরকারের নেই’। ভ‚মিকম্পনের ফলে সৃষ্ট সম্ভাব্য ক্ষতির পরিমাণ কিভাবে কমিয়ে আনা যায় এমন প্রশ্নের জবাবে আমাদের সময় ডটকমকে ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ভ‚মিকম্প পরবর্তী ক্ষতি মোকাবেলার জন্য স্বল্প মেয়াদি এবং দীর্ঘ মেয়াদি প্রস্তুতি নেওয়া যেতে পারে। এ ব্যাপারে তিনি বলেন, ‘ঢাকা শহরের যা অবস্থা তাতে করে একটি ৭ মাত্রার ভ‚মিকম্প হলে এই শহর মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। আমাদের পরিকল্পিত নগরায়নের প্রতি গুরুত্ব দিতে হবে’। ভ‚মিকম্প পরিস্থিতি মোকাবেলা করতে হলে আমাদের কি করণীয় এমন প্রশ্নের জবাবে আমাদের সময় ডটকমকে দূর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারস্যান ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘ ভবিষ্যতে আরও বড় মাত্রার ভ‚মিকম্প এ অঞ্চলে হতে পারে। ভ‚মিকম্প তো আমরা ঠেকিয়ে রাখতে পারবো না। তবে ভ‚মিকম্প পরিস্থিতি এবং ভ‚মিকম্প পরবর্তী পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারবো’। ড. এ এস এম মাকসুদ কামাল আরও বলেন,‘  ভ‚মিকম্প পরবর্তী ক্ষতি মোকাবেলা করার জন্য আমাদের নগর দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও উন্নত করতে হবে’। তিনি বলেন, ‘নগরে নির্মিত দালানকে ভ‚মিকম্প সহনীয় করে নির্মান করা বা দালানের ঝুঁকি কমিয়ে আনার ব্যবস্থা করা নগর দুর্যোগ ব্যবস্থাপনার অংশ। ভ‚মিকম্পের ব্যাপারে আমাদের পক্ষে আগাম সতর্ক বার্তা দেওয়া সম্ভব নয় কিন্তু পূর্বানুমান সম্ভব। তবে সেই পূর্বানুমান সবসময় সঠিক হবে এমনও নয়’। এ এস এম মাকসুদ কামাল আরও বলেন, ‘আমাদের দরকার ঝুঁকি হ্রাস করা। তা করতে গেলে প্রথমেই  নতুন দালান নির্মানের ক্ষেত্রে আমাদের কোড মেনে চলতে হবে’। তিনি বলেন, ‘ঢাকা শহরের গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো যেমন- সচিবালয়, ঢাকা মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা এবং  হল গুলো পুনঃনির্মানের ব্যবস্থা করা যেতে পারে। এভাবে ভ‚মিকম্পের ফলে সৃষ্ট ক্ষতির সম্ভাবনা কমিয়ে আনা যেতে পারে’। সোমবার বাংলাদেশ সময় ভোর পাঁচটা সাত মিনিটে রাজধানী ঢাকাসহ সারা দেশে তীব্র ভ‚কম্পন অনুভ‚ত হয়। যার উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুর রাজ্যের ইম্ফল থেকে ২৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে।