Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুর পৌরসভা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান হাবিবুর রহমান মানিকের

স্টাফ রিপোর্টার \ মাধবপুর পৌরসভা নির্বাচনে বিএনপি’র পরাজিত মেয়র প্রার্থী হাবিবুর রহমান মানিক নির্বাচনের ফলাফল প্রত্যাখান করেছেন। গতকাল রবিবার তিনি হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। তিনি বলেন, ১, ৬ ও ৭ নং ভোট কেন্দ্রে পোলিং অফিসারের কাছে আলাদা ব্যালট বাক্স ছিল এবং এর ভিতরে ব্যালট পেপারও ছিল, যার ভিডিও ফুটেজ তার কাছে রয়েছে এবং ভাল অবস্থানে থাকা ৩, ৭, ৮ ও ৯ নং ভোট কেন্দ্রে প্রিজাইটিং অফিসারগণ আর্থিক সুবিধা গ্রহণপূর্বক ভোট কাস্টিং ধীর গতিতে করেছেন। ৭নং ভোট কেন্দ্রে কোন সিরিয়াল না থাকার পরে নির্ধারিত সময়ের পর ৪.৩০ মিনিট পর্যন্ত আওয়ামীলীগ প্রার্থীর ভাইসহ অনেকে এসে প্রিজাইটিং অফিসারগণকে বাধ্য করে ভোট দিয়েছে। ৭, ৩, ৫ ও ৬নং ভোট কেন্দ্রে আমিসহ আমার পোলিং এজেন্টগণকে বের করে দেওয়া হয়। ৭নং ভোট কেন্দ্রে পরবর্তীতে বিজিবির সহায়তায় ৭নং ভোট কেন্দ্রে প্রবেশ করি, ততক্ষণে ভোট গণনা শেষ হয়ে যায়। নির্বাচনের ভোট গণনার আগেই আমার এজেন্টদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়, তাছাড়া কিছু কিছু জায়গায় নিজেরাই স্বাক্ষর দিয়ে দেয় এবং বের করে দিয়ে পকেটে থাকা নৌকা মার্কা সীল মারা ব্যালট পরিবর্তন করা হয়। যা মুড়ি বইয়ের সাথে মিলালে বেরিয়ে আসবে। ভোট গণনার সময় কোন সাংবাদিককে কন্ট্রোল রুমে প্রবেশ করতে দেওয়া হয়নি। ৭নং ভোট কেন্দ্রে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এর নেতৃত্বে একদল সন্ত্রাসী ৯নং ওয়ার্ডেও যুগ্ম সম্পাদক তাজু মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী এবং ৫, ৬নং ভোট কেন্দ্রে টিটু ও পংকজের  নেতৃত্বে একদল সন্ত্রাসী ৬নং ভোট কেন্দ্রে শ্রীদাম দাস এর নেতৃত্বে একদল সন্ত্রাসী ভোট কেন্দ্রের ভিতরে এবং বাইরে ভোটারগণকে নৌকায় ভোট দিতে জোরপূর্বক বাধ্য করে। এবং আমার লোকজনকে হুমকি ধামকি দিয়ে বের করে দেয়। এরপরও ধানের শীষে বিপুল ভোটে এগিয়ে থাকায় তারা কারচুপি ও ভোট ডাকাতির আশ্রয় নেয়। বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্রে প্রথমে ধানের শীষ এগিয়ে থাকলেও পরবর্তীতে পরিকল্পিতভাবে বিভিন্ন  ভোট কেন্দ্রের হিসাব নিকাশ করে তা পরিবর্তন করে নৌকার ভোট বাড়িয়ে দিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী ঘোষণা দেওয়া হয়।