Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আতাউর রহমান সেলিম এর কৃতজ্ঞতা প্রকাশ

গত ৩০ ডিসেম্বর ২০১৫ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আমি আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ছিলাম। এই নির্বাচনে হবিগঞ্জের সম্মানিত পৌর নাগরিকবৃন্দ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার প্রয়াস নিয়েছিলেন। সেদিন কয়েকটি ভোট কেন্দ্রে পরিকল্পিতভাবে একটি মহল গোলযোগ সৃষ্টি করে আমার তথা নৌকার বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং শহরের পিটিআই, সরকারি উচ্চ বিদ্যালয়, নিরুদাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বহিরাগত লোক এনে ত্রাস সৃষ্টি করে এবং সাধারণ ভোটারদের মাঝে ভীতি সঞ্চার করে। তারা শহরে অনেক বাড়ি ঘরে আক্রমন এবং মা বোনদের লাঞ্চিত করে। বেলা ১টার পর থেকে এ অবস্থার খবর ছড়িয়ে পড়লে অনেক সম্মানিত ভোটার ভোট কেন্দ্রে আসতে পারেননি। এছাড়াও একটি মহল কয়েকদিন পূর্ব থেকেই ভোট কেন্দ্রের পরিবেশ নিয়ে নানা ধরনের গুজব রঠিয়েছিল। সর্বোপরী আমাকে বিজয়ী হতে না দেয়ার জন্য নানা ধরনের ষড়যন্ত্র ছিল। যা অনেকাংশে তারা সফলও হয়েছে। এ অবস্থায় আমি সম্মানিত সকল ভোটার, পৌর নাগরিক, দলীয় নেতাকর্মী, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ, সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি পৌর নাগরিকগণ আমাকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। আমি আগামী দিনেও উন্নয়নের সহযাত্রী হিসেবে আমার নিরলস কর্মপ্রয়াস এবং জনগণের কাজে নিজেকে নিয়োজিত রাখবো। ভবিষ্যতে হবিগঞ্জ পৌরবাসীর সুখে দুঃখে পাশে থাকব।
আতাউর রহমান সেলিম
সদ্য সমাপ্ত হবিগঞ্জ পৌর নির্বাচনে
মেয়র প্রার্থী।