Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা পিছানোর দাবিতে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি \ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ঘোষিত ২০ জানুয়ারী পরীক্ষার রুটিন বাতিল করে ২মাস পিছানোর দাবিতে গতকাল শনিবার সকাল ১১টায় হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহন করেন সকল বিভাগের হাজারো ছাত্র/ছাত্রী। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাইফুল আমীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- এস এম সুমন, মোঃ ফয়সল আহম্মেদ, উজ্জ্বল দাস, উত্তম চন্দ্র বিশ্বাস, আব্দুল জব্বার, সুমন আচার্য, বীথি রানী পাল, রওশন জাহান মোল­া, জারিন তাসনিম, সম্পা দাস, সম্পা রানী সরকার, আফজাল হোসেন, সাইদুর রহমান রিপন, আব্দুল কাদির রিপন, রসিদ মিয়া প্রমুখ। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সামরিনা নৌশিন (দীনা), আব্দুল হাকিম, এনামূল হক, শফিকুল ইসলাম প্রমূখ। বক্তাদের দাবি- পরীক্ষার সময় সূচি ২মাস পিছাতে হবে এবং ২১০ দিন ক্লাস নিশ্চিত করে প্রত্যেক বিষয়ে নূন্যতম ৩-৪ দিন করে বিরতি দিতে হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বৈরাচারী সিদ্ধান্ত বাতিল করে নতুন পরিবার রুটিন প্রকাশ করতে হবে অন্যথায় জাতীয় বিশ্ববিদ্যালয় ঘেরাও সহ কঠিন কর্মসূচি দেওয়া হবে।