Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিহঙ্গ সংগীত নিকেতন প্রশিক্ষণ কেন্দ্রের আত্মপ্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি \ “সাংস্কৃতি হউক সুন্দর মনের উজ্জল প্রদীপ শিখা” এই শ্লোগান হৃদয়ে ধারণ করে আত্মপ্রকাশ করল বিহঙ্গ সংগীত নিকেতন প্রশিক্ষণ কেন্দ্র। গত ১লা জানুয়ারী শুক্রবার সকাল ১১টায় সারদা ভবনে অবস্থিত বিহঙ্গ সংগীত নিকেতন এর শুভ উদ্বোধন করেন স্বামী শিবাত্মান্দজী মহরাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন মঠ ও মট হবিগঞ্জ। আরো ছিলেন স্বামী বৃপারূপানন্দজী মহারাজসহ অনেকেই।
সন্ধ্যা ৭টায় শুরু হয় রামকৃষ্ণ মিশন প্রাঙ্গনে বিহঙ্গের প্রাক্তন প্রশিক্ষনার্থীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান। শুরুতেই মাতৃ সংগীতে নৃত্যের সংমিশ্রনের অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন গৌতম আচার্য্য ও সুজন দাস।
সংগীত পরিবশেন করেন, পার্থ প্রীতম ধার, অনামিকা দেব পুজা, শ্রাবণী মোদক, অনিন্দিতা গোপ অচি, শুভ্রা সরকার জ্যোতি, বিশ্বজিত দেব, বিজন আচার্য্য, ওয়াদুদুর রহমান রাহুল, আকরাম আলী, কাজল গোপ, মান্না, অসীম, রকিব, সাজন, মুন্না।
উক্ত প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি চলছে। আগমাী ১০ জানুয়ারী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি চলবে।