Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে বিজয়ের মালা পড়লেন বিএনপি’র নাজিম উদ্দিন সামসু

নুরুল আমিন, চুনারুঘাট থেকে \ চুনারুঘাট পৌরসভা নির্বাচনে ১৪ ভোট বেশী পেয়ে বিজয়ের মালা পড়লেন বিএনপি’র নাজিম উদ্দিন সামসু। তিনি ধানের শীষ প্রতিকে ভোট পেয়েছেন ৪ হাজার ৭৩৫টি। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আওয়ামীলীগ প্রার্থী সাইফুল আলম রুবেল নৌকা প্রতিকে ভোট পেয়েছেন ৪ হাজার ৭২১টি। এখানে সর্ব মোট ভোটার রয়েছেন ১২ হাজার ১৬৮ জন। ১১ টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরামহীন ভাবে শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহন অনুষ্টিত হয়। তবে কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন ব্যবহারের কারনে বিভিন্ন কেন্দ্র থেকে ৬ যুবককে আটক করলেও ভোট গ্রহন শেষে তাদেরকে ছেড়ে দেয়া হয়। এদিকে কাউন্সিলর পদে ১নং ওয়ার্ড তাজুল ইলাম কাজল, ২নং ওয়ার্ডে মোঃ আব্দুল হান্নান, ৩নং ওয়ার্ডে মোঃ রহম আলী, ৪নং ওয়ার্ডে অসিম কুমার দেব, ৫নং ওয়ার্ডে আলাই মিয়া, ৬নং ওয়াডে মোঃ মরতুজ আলী, ৭নং ওয়ার্ডে আছকির মিয়া ভান্ডারী, ৮নং ওয়ার্ডে লাল মিয়া ও ৯নং ওয়ার্ডে মোঃ কতুব আলী কাউন্সিলর হিসেবে বিজয়ী হয়েছেন। সংরক্ষিত আসনে বিজয়ী মহিলা প্রার্থীরা হচ্ছেন-ফেরদৌস বকুল, পাবনা আক্তার ও মোছাঃ শাহেনা খাতুন। ভোট গ্রহন চলাকালে পুলিশ, বিজিবি, র‌্যাবসহ বিভিন্ন সংস্থার বিপুল সংখ্যক সদস্য পৌর এলাকার বিভিন্ন সড়কে টহল দেয়। সাংবাদিকরাও বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। হাজী ইয়াসিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাংবাদিকরা পরিদর্শনে গেলে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সঞ্জিব সুত্রধর তাদেরকে কেন্দ্রে ঢুকতে দেননি। এ বিষয়টি রিটানিং অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীরকে জানালে তিনি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। ভোট গ্রহন শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে স্থাপিত তথ্য কেন্দ্রে সব কেন্দ্রের ফলাফল আসতে থাকে এবং রিটানিং অফিসার ফলাফল ঘোষনা করতে থাকেন। এক পর্যায়ে হাজী ইয়াসিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট নিয়ে বির্তক দেখা দেয় এবং পৌর শহরের উত্তর প্রান্তে ধানের শীষ ও শহরের দক্ষিন প্রান্তে নৌকা মার্কার সমর্থনে আলাদা বিজয় মিছিল বের হয়। এক সময় লোকে লোকারন্য হয়ে উঠে রাতের পৌর শহর। এক পর্যায়ে হাজী ইয়াসিন সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গ্রহনকৃত ভোট পুনরায় গননার দাবী তুলে আওয়ামীলীগ। গননা শেষে বিএনপি প্রার্থী নাজিম উদ্দিন সামসুকে ১৪ ভোটে বিজয়ী ঘোষনা করে নির্বাচন কমিশন। এদিকে এ ফলাফলের বিরোদ্ধে আইনের আশ্রয় নেয়া হবে বলে এক প্রতিবাদ সভায় জানান আওয়ামীলীগের নেতা কর্মীরা।