Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিএনপি নেতা এডঃ শামছুসহ হেলালকে কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার \ জেলা বিএনপি নেতা এডঃ শামছু মিয়া চৌধুরীসহ হেলালকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ৩১ ডিসেম্বর তাদের জামিন শুনানীর কথা রয়েছে। অন্যদিকে পুলিশ গতকাল মঙ্গলবার দিনভর মামলার অন্য আসামীদের ধরতে অভিযান চালিয়েছে। তবে কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
এ ছাড়া বিএনপির মেয়র প্রার্থী জি কে গউছের মালিকানাধীন আজকের হবিগঞ্জ পত্রিকার বার্তা ইনচার্জ আশরাফুল ইসলাম কুহিনুরকে ধরতে পুলিশ ব্যাপক অভিযান চালিয়েছে। কিন্তু তাকে পাওয়া যায়নি। গত সোমবার মধ্যরাতে হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ শহরের অনন্তপুর এলাকায় অভিযান চালিয়ে আইনজীবি ফোরামের সভাপতি ও পৌরসভা নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহŸায়ক শামছু মিয়া চৌধুরী ও এডঃ সালাউদ্দিন হেলালকে তাদের বাসা থেকে আটক করে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর রিক্সা ও মাইক পোড়ানো মামলায় হেলালকে ও শামছু মিয়া চৌধুরীকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কোর্টে প্রেরণ করা হয়। তাদের পক্ষে আদালতে জামিন আবেদন করা হলে আদালত আগামীকাল বৃহস্পতিবার শুনানীর দিন ধার্য্য করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ ব্যাপারে আজকের হবিগঞ্জ পত্রিকার বার্তা ইনচার্জ আশরাফুল ইসলাম কুহিনুর জানান, তিনি কোন মামলার আসামী নন, তারপরও তাকে পুলিশ খুজঁছে। পত্রিকা অফিসসহ বাসায় অভিযান চালানো হয়েছে। ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, আটককৃতদের কোর্টে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনে তাদের রিমান্ড চাওয়া হতে পারে।