Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাংলাদেশ টেলিভিশন বিটিভি‘র ৫০ বছরে পদার্পন দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ উন্নয়ন ও সম্ভাবনার চিত্র দেখতে পায়-আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ৫০ বছরে পদার্পন করল। গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ প্রেসক্লাব হলরুমে হবিগঞ্জ জেলা সংবাদ প্রতিনিধির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। বিটিভি‘র জেলা সংবাদ প্রতিনিধি মো. আলমগীর খান’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,  ডেপুটি সিভিল সার্জন ডাঃ আবুল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোপাল চন্দ্র দাস, জেলা তথ্য অফিসার মোঃ মনির হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন আহমেদ, প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান, ইত্তেফাকের জেলা প্রতিনিধি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, এয়ারলিংকের চেয়ারম্যান আহমেদ কবির আজাদ, স্বদেশবার্তা সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মোঃ শরীফ উল্লাহ, মেটলাইফ আলিকোর এজেন্সী ম্যানেজার বাদল রায়, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল বারী আওয়াল, অনুপ কুমার দেব মনা, আইডিইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মনসুর রশীদ কাজল, এয়ারলিংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, চ্যানেল ২৪ ও সমকালের জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরী, প্রথম আলোর জেলা প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন, আরটিভির জেলা প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির, সময় টিভির জেলা প্রতিনিধি মিলন রশীদ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোঃ আব্দুল হালীম, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ, বিয়াম ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানা, বাসস প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, এডভোকেট সুলতান মাহমুদ, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, ব্যকসের সভাপতি শাহবাজ চৌধুরী, পৌর যুবলীগের সভাপতি শফিকুজ্জামান হিরাজ, সাধারণ সম্পাদক মোঃ তাজ উদ্দিন, যুবলীগ নেতা এনামুল হক, যুব রেড ক্রিসেন্টের পংকজ কান্তি পল্লব। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস ও অন্যান্য শিল্পীরা। পরে বিটিভি‘র ৫০ বছর পদার্পনে কেক কাটেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।
আলোচনা সভায় মো. আবু জাহির বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন এই প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ উন্নয়ন ও সম্ভাবনার চিত্র দেখতে পায়। জনগণের প্রতিষ্ঠান হিসেবে ভবিষ্যতে আরো দায়িত্বশীল ও গঠনমূলক সংবাদ পরিবেশন করবে বিটিভি। জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার বলেন, প্রতিযোগিতায় ঠিকে থাকতে হলে বিটিভিকে আরো সময়োপযোগী ভূমিকা রাখতে হবে।