Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ ৩নং ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে চুল ছেড়া বিশ্লেষন

নবীগঞ্জ প্রতিনিধি \  নবীগঞ্জ পৌরসভার নির্বাচনে সমগ্র পৌরসভায় চলছে উৎসবের আমেজ। মেয়র প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের নিয়েও চলছে নানা হিসাব নিকাশ ও চুল ছিড়া বিশ্লেষন। নবীগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র মধ্য বাজার ও আনমুনু গ্রাম নিয়ে গঠিত ৩নং ওয়ার্ড। এই ওয়ার্ডে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তফশীল ঘোষনার পরপরই এই ওয়ার্ডে ত্রিমূখী লড়াই চলে আসছিল। আনমুনু গ্রামের সাবেক কমিশনার আব্দুস সালাম, মধ্যবাজারের ওহি দেওয়ান চৌধুরী ও বর্তমান কাউন্সিলর শাহ রিজভী আহমদ খালেদের মধ্যে ছিল মুলত লড়াই। কিন্তু সর্ব শেষ প্রচারনায় ও স্থানীয় ভোটারদের সাথে আলাপ আলোচনা করে জানা যায়, বর্তমানে ওই ওয়ার্ডে দ্বিমূখী লড়াই চলছে। সাবেক কমিশনার ও আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম (টেবিল ল্যাম্প) এবং পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরীর (উটপাখি) মধ্যে শুরু হয়েছে মূল লড়াই। এখানে অপর প্রার্থী জাতীয় পার্টির নুর মিয়া (বোতল) প্রতীকে লড়াই করছেন। তার বাড়ি আনমুনু গ্রামে হলেও গ্রামের ভোট তার ভাগে আনা অসম্ভব হয়ে উঠেছে সাবেক কমিশনার ও একই গ্রামের বাসিন্দা আব্দুস সালাম প্রার্থীতা হওয়ার কারনে। এবং বর্তমান কাউন্সিলর শাহ রিজভী আহমদ খালেদ জন্য ভোটের ফ্যাক্টর হয়ে দাড়িয়েছে মধ্য বাজার এলাকার বাসিন্দা পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী প্রার্থী  হওয়ায়। শেষ মুহুর্তের প্রচারনায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালেদের গলার কাটা হয়ে দাড়িছেন ওহি দেওয়ান চৌধুরী। আগামী বুধবার এই ওয়ার্ডে কে হাসবে বিজয়ের হাসি তা দেখার অপেক্ষায় ওয়ার্ডবাসী।