Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাঙালীর হৃদয়ে মুক্তিযুদ্ধের চেতনা অমর হয়ে থাকবে

SAMSUNG CSC

স্টাফ রিপোর্টার \ ‘মুক্তিযোদ্ধারা একদিন থাকবে না, কিন্তু প্রতিটি বাঙালীর হৃদয়ে মুক্তিয্ুেদ্ধর চেতনা অমর হয়ে থাকবে আজীবন। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও চেতনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল বৈশাখি টিভি। আমরা এর উত্তরোত্তর সাফল্য কামনা করি।’
কথাগুলো বলেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। গতকাল রবিবার সকালে বৈশাখি টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলকেষ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বৈশাখি টিভির জেলা প্রতিনিধি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও এসএ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুকিত চৌধুরী ও বিশিষ্ট কমিউনিটি লিডার, আমির চান কমপ্লেক্সের স্বত্ত¡াধিকারী রোটারিয়ান আবুল কাশেম, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, দৈনিক এক্সপ্রেস সম্পাদক ফজলুর রহমান ও দৈনিক খোয়াই যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, দৈনিক তরফবার্তা সম্পাদক ফারুক উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডঃ নির্মল ভট্টাচার্য রিংকু, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন, কোষাধ্যক্ষ প্রতিনিধি শাকিল চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার নির্বাহী সম্পাদক দিদার এলাহী সাজু, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এস এম সুরুজ আলী, প্রতিদিনের বাণী পত্রিকার সিনিয়র স্টাফ জুয়েল চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার জাকারিয়া চৌধুরী, আখলাছ আহমেদ প্রিয়, নিরঞ্জন গোস্বামী শুভ, জাহেদ আলী মামুন, লোকালয় বার্তার সিনিয়র রিপোর্টার এম সজলু, আজকের হবিগঞ্জ পত্রিকার স্টাফ রিপোর্টার এনামুল হক সায়েম প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে।