Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে লন্ডন প্রবাসীর বাড়িতে দাওয়াত খেয়ে শিশু ও মহিলাসহ অর্ধশতাধিক লোক অসুস্থ

স্টাফ রিপোর্টার \ বানিয়াচঙ্গের প্রতাপপুর গ্রামের লন্ডন প্রবাসীর বাড়িতে শিরনীর দাওয়াত খেয়ে শিশু, মহিলাসহ অর্ধশতাধিক লোকজন অসুস্থ হয়ে পড়ে। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, প্রতাবপুর গ্রামের লন্ডন প্রবাসী তোফাজ্জল সর্দার তার ভাই আফজল সর্দার স¤প্রতি লন্ডন থেকে বাড়িতে আসেন। তাদের বাড়িতে আসা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের বাড়িতে শিরনীর আয়োজন করেন। শিরনীতে প্রায় দেড় শতাধিক লোকজন খাওয়া ধাওয়া করে। সন্ধ্যার দিকে পেটে ব্যাথা ও পাতলা পায়খানা শুরু হলে তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এনে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তিকৃতরা হলেন মামুন মিয়া (১৫), শিল্পী আক্তার (২০), উজ্জল মিয়া (১৫), হাবিব মিয়া (১৪), খাজিদা আক্তার (২২), রাবিয়া আক্তার (৪৪), জিহাদ মিয়া (৪৯), এমদাদুল মিয়া (২৫), মঞ্জু মিয়া (৭), ইয়াসিন (৫), হাছন মিয়া (১৫) মেহেদী (১৪), হাফিজ (৫), নাসির মিয়া (৬০), আবু তাহের (১৪), মজি মিয়া (৩), নোয়াব মিয়া (৩), লাইজু আক্তার (৪), জাহাঙ্গীর মিয়া (৪৫), সাহিদুর রহমান (৫), জসিম (১৫), মারুফ (২), মজিদ মিয়া (৫৫), শরীফা আক্তার (৫), সানজু আক্তার (৮), আফরোজ মিয়া (৬), ফরিদ মিয়া (৮), জুনাঈদ মিয়া (৫) সহ অর্ধশতাধিক লোকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্মরত চিকিৎসক ও আবাসিক মেডিকেল অফিসার দেবশীষ দাশ জানান, অসুস্থরা একই বাড়িতে খাবার খাওয়ায় ফুড পয়জনিং হয়েছে। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে। আশাকরি তারা সুস্থ হয়ে উঠবে।