Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে শিশু অধিকার বিষয়ক সভা মিলনমেলায় পরিণত

বিশেষ প্রতিনিধি \ বানিয়াচঙ্গে এলসিবিসিই আয়োজিত শিশু অধিকার বিষয়ক সভা অবশেষে শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয়েছিল। ২৩ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউপি কমপ্লেক্স মিলনায়তনে শিশু অধিকার বিষয়ক সভায় ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্র্যাক স্কুল, আনন্দ স্কুল, কেজি স্কুল ও মাদ্রাসার ২ শতাধিক শিক্ষকদের অংশ গ্রহনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন শিক্ষা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রায়হানুল হারুন, ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মলেন্দ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মিহির লাল আচার্য্য, ইউআরসি ইন্সট্রাক্টর মোহাম্মদ ইকবাল হোসেন, এলসিবিসিই অফিসার দেবাশীষ চৌধুরী, রস্ক ট্রেনিং কো-অর্ডিনেটর মোঃ সিরাজুল ইসলাম, ব্র্যাক এলাকা উন্নয়ন সমন্বয়কারী তোফায়েল হোসেন। সভার প্রারম্ভে ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ইউনিয়নের শতভাগ শিশুকে স্কুল-মাদ্রাসায় ভর্তি নিশ্চিত করার লক্ষ্যে দু’সপ্তাহ ব্যাপী কর্মসূচি পেশ করেন। এবিষয়ে সুচিন্তিত ও বাস্তবায়নযোগ্য মতামত এবং কর্মসূচি বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ হয়ে বক্তৃতা করেন অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন এনজিও প্রতিনিধি। এক পর্যায়ে ৪র্থ জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী ক্যাম্প-২০১৫ এর মুক্তস্কাউট দল কোর্স লিডার আব্দুল হাই উপজেলা স্কাউট সম্পাদক জাকির হোসেন ও মুক্তস্কাউট লিডার মতিউর রহমান মুতি এর  নেতৃত্বে উপজেলার ১৬টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৪২ জন স্কাউট ছাত্র-ছাত্রী শিশু অধিকার বিষয়ক সভায় উপস্থিত হয়ে স্যালুট দিয়ে ৪র্থ জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী ক্যাম্প-২০১৫ এর লক্ষ্য “আলোর পথে আরো এগিয়ে” প্রতিপাদ্য বার্তা অবহিত করে।