Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ১০ দিন ব্যাপী প্রধান শিক্ষকদের বিস্তরণ প্রশিক্ষণ শুরু

বানিয়াচং প্রতিনিধি \ বানিয়াচঙ্গে ১০ দিন ব্যাপী প্রধান শিক্ষকদের শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। ২২ ডিসেম্বর মঙ্গলবার বানিয়াচঙ্গ সদর চৌধুরীপাড়া সরকারি প্রাথমি বিদ্যালয়স্থ উপজেলা রিসোর্স সেন্টার প্রশিক্ষণ হলে শিক্ষা   কার্যক্রম বিস্তরণের প্রধান শিক্ষকদের প্রথম ব্যাচ এর প্রশিক্ষণের উদ্বোধনীতে ইউআরসি ইন্সট্রাক্টর মোহাম্মদ ইকবাল হোসেন এর   সঞ্চালনায় বক্তৃতা করেন বানিয়াচং উপজেলা শিক্ষা অফিসার মিহির লাল আচার্য্য, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির   সভাপতি ও বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান   মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, হবিগঞ্জ পিটিআই ইন্সট্রাক্টর   মোঃ আঃ মালেক। এ সময় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন প্রধান শিক্ষক এনামুল হক, শাহিনা খানম, হাবিবুর রহমান চৌধুরী, রবীন্দ্র চন্দ দাস, মনিরুল ইসলাম,   এম.এ ওয়াহিদ, সব্যসাচি চক্রবর্তী, দিবলু মিয়া, সুজিত বিশ্বাস,   আবুল ফজল, মোহাম্মদ আব্দুল মতিন, নাদির বখত সোহেলী, সাইফুল আলম, অনিমেষ চৌধুরী, মোজাম্মিল হোসেন খান,   রাতুল মজুমদার, আসাদুজ্জামান খান, অপূর্ব চন্দ, মোহাম্মদ ফারুক মিয়া, আব্দুল কাইয়ুম, সুকেশ কুমার চন্দ, আলী রহমান, হাবিবুর রহমান, আঃ কাইয়ুম, এম এ সাঈদ ভূইয়া, শেখ সালাহ উদ্দিন, চনুয়ার মিয়া ও প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বৈষ্ণব।