Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

উঠান বৈঠকে গউছ পুত্র প্রিতম \ আমার বাবার দুঃসময়ে আপনারা পাশে দাড়ান

প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী আলহাজ্ব জি কে গউছের সমর্থনে শহরের নরসিংহ আখড়া এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে জেলা মহিলা দলের সভাপতি এডঃ লিপি আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডঃ ফাতেমা ইয়াছমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল, মেয়র প্রার্থী জি কে গউছের স্ত্রী আলহাজ্ব ফারহানা হেপি গউছ, তার পুত্র আলহাজ্ব মঞ্জরুল কিবরিয়া প্রিতম, জেলা মহিলাদলের নেত্রী রোজি চৌধুরী, সুরাইয়া আক্তার রাখি, নুরজাহান বেগম, শাহনাজ বেগম, ফাহিমা বেগম, আবিদা খাতুন, তৈমন বেগম, মমতা খাতুন, আছিয়া বেগম, শাফিয়া বেগম, আছিয়া বেগম, স্হাানারা বেগম, রেজিয়া বেগম, জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক মোঃ আবু ছালেক, পৌর যুবদলের যুগ্ম আহŸায়ক শেখ মামুনুর রশিদ, জেলা ছাত্রদলের সদস্য এডঃ গুলজার খান, ছাত্রদল নেতা রুমেল খান চৌধুরী, মোঃ শাহজাহান মিয়া, কুতুব মিয়া, আহসান উদ্দিন রুবেল। এছাড়াও দলীয় ও স্থানীয় লোকজন বক্তব্য রাখেন।
সভায় জি কে গউছের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে ভোটারদের ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহবান জানান মেয়র পুত্র প্রিতম। প্রিতম বলেন, আমার বাবা জি কে গউছ পৌরবাসীর বিপুল ভোটে টানা দুই বার মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি সকল ধর্ম ও দলমতের উর্ধে উঠে পৌরবাসীর সেবা করেছেন। তিনি নির্বাচিত হয়ে পৌর মাঠে গণবিয়ের আয়োজন করেন। তার এই জনপ্রিয়তায় ইর্ষান্নিত হয়ে একটি মহল ষড়যন্ত্রমুলকভাবে আমার বাবা জি কে গউছকে মিথ্যা মামলায় জড়িয়েছে। তাই বাবার পক্ষ থেকে আমি পৌরবাসীর কাছে ভোট ভিক্ষা চাই। আপনাদের একটি ভোট আমার বাবা জি কে গউছকে মুক্ত করতে পারে। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রিতম ও তার মা বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।