Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে স্কুল শিক্ষকের উপর মামলা উপজেলা শিক্ষক সমিতির প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জ উপজেলার ফরিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিনুর রহমানকে শহরতলির নহরপুর গ্রামের ইকবাল হত্যা মামলায় জড়ানোর তীব্র নিন্দা ও মামলা থেকে অব্যাহতির জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছে শিক্ষক সমিতি। বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি দিপ্তেন্দু নারায়ণ রায়ের সভাপতিত্বে ও সেক্রেটারী গোলাম রব্বানীর পরিচালনায় অনুষ্ঠিত সমিতির মাসিক সভায় এ প্রতিবাদ জানানো হয়। প্রতিবাদ লিপিতে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, গত ২৬ নভেম্বর শিক্ষক মহিনুর রহমান সকাল ৯:৩০টা থেকে বেলা ২:০০টা পর্যন্ত নবীগঞ্জ জে, কে মডেল উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ইনভিজিলেটরের দায়িত্বে নিয়োজিত ছিলেন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মতো জাতীয় দায়িত্ব পালনরত ঐ শিক্ষককে ঐদিন দুপুর ১২:৩০টায় সংঘটিত একটি হত্যা মামলায় জড়ানো হয়। যা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও যড়যন্ত্রমূলক। শিক্ষক নেতৃবৃন্দ অবিলম্বে শিক্ষক মহিনুর রহমানকে এ মামলা থেকে অব্যাহতি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সমিতির সহ সভাপতি কৃপেশ দাশ, রমজান বখত, যুগ্ম সম্পাদক রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, শিক্ষক নেতা সঞ্জয় ভট্টাচার্য্য,  কুহিনুর আক্তার, সাজ্জাদুর রহমান, সুকেশ শীল, সমিরণ কিশোর দাশ, সেলিনা আক্তার, আব্দুল মজিদ, পলাশ দাশ, মাহবুব আহমেদ, মিজবাহ আক্তার প্রমুখ।