Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জাপা নেতা ছোবহান চৌধুরী’র মৃত্যুতে জাতীয় পার্টি-অঙ্গসংগঠনের শোক সভা

স্টাফ রিপোর্টার \ জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্টপ্রতি হুসেইন মুহম্মদ এরশাদ এর  উপদেষ্ঠা ইউরোপিয়ন ইউনিয়ন জাতীয় পার্টি সমন্বয়কারী ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সমন্বয়কারী এম এ ছোবহান চৌধুরীর মৃত্যুতে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংহযোগি সংগঠনের উদ্যোগে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত ঘাটিয়া বাজাস্থ শংকর সিটির রমা কনভেশন সেন্টারে জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক শংকর পালের সভাপতিত্বে ও সাবেক দপ্তর সম্পাদক এসএম লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন জেলা জাপার সাবেক সহ-সভাপতি আব্দুল মোক্তাদীর চৌধুরী অপু, আব্দুল মুকিত লস্কর, সাবেক সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রভাষক ওয়াহিদুর রহমান, এম এ মোতালিব, আবু তালেব, গাজী মিসবাহ উদ্দিন, সুরুজ আলী, মরহুম ছোবহান চৌধুরী পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তার বড় ভাই আব্দুল মান্নান চৌধুরী, ছোট ভাই এম এ মুনিম চৌধুরী বুলবুল, চাচাত ভাই রফিকুল বারী জামাল, বদরুল হোসেন চৌধুরী, জাকির হোসেন, ভাগ্নে সৈয়দ জুনেদুল হাসান প্রমুখ। এছাড়াও শোকসভায় অংশ গ্রহন করে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজান। উপস্থিত ছিলেন বার সর্দার সোনা মিয়া, পিনাকী চৌধুরী, হাজী লুৎফুর রহমান নানু, গোলাম কিবরিয়া চৌধুরী রিপন, শেখ জালাল, রইছ আলী, সোহেল আহমেদ রানা, জুয়েল, হেলাল মিয়া, আলা উদ্দিন, মোজাফফ ইমাম সাজ্জাদ, আশিক মিয়া, মহিলা পার্টির জেলা আহŸায়ক রাবেয়া আক্তার ও সদস্য সচিব রতœা বেগম প্রমুখ। শুরুতে কোরআন থেকে তেওলায়াত করেন জাপা নেতা আব্দুর রউফ। সভায় বক্তারা মরহুম এম এ ছোবহান চৌধুরী স্মৃতিচারণ করে কান্নায় ভেঙ্গে পড়েন এবং বক্তারা বলেন, জাপা নেতা মরহুম ছোবহান চৌধুরী জাতীয় পার্টিকে সুসংগঠিত করার জন্য পল­ীবন্ধু এরশাদের নির্দেশে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন। দলের তার অবদানের কথা আজীবন স্মরণ থাকবে। তার মৃত্যুতে জাতীয় পার্টির যে ক্ষতি হয়েছে তা কখনও পূরণ করা যাবে। সভায় মরহুমের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।