Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাঁতির নীচে অন্ধকার

স্টাফ রিপোর্টার \ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাস্তা ও ফুটপাতে বসানো হয়েছে বিভিন্ন ধরনের দোকান। এতে সাধারণ মানুষ চলাচলে মারাত্মক বাধার সম্মুখীন হচ্ছে। প্রকাশ, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাস্তার দু’পাশে পায়ে হেটে চলাচলের জন্য নির্মাণ করা হয়েছে ফুটপাত। এতে পথচারীরা স্বাচ্ছন্দে পায়ে হেটে চলাচল করতো। কিন্তু ইদানিং হঠাৎ করে ফুটপাতে বসানো হয়েছে দোকান। রাস্তায়ও ভ্যানগাড়িতে ফসরা সাজিয়ে দিব্যি বেচা-কেনা চালিয়ে যাচ্ছে। এ সব দোকানের ক্রেতারা রাস্তায় দাড়িয়ে কেনাকাটা করে। জেলা প্রশাসক কার্যালয়ে প্রধান দু’টি ফটক দিয়ে প্রবেশ করতে বাধার সম্মুখীন হতে হয় ওই সব দোকানের জন্য। এ সব দোকানের কারণে রাস্তা দিয়ে যান চলাচল বিঘœ হচ্ছে। যে কোন সময় দুর্ঘটনাও ঘটতে পারে। কারো কারো মতে কালেক্টরেট ভবনের কতিপয় ব্যক্তি এসব দোকান থেকে প্রতিদিন কালেকশন করে থাকে। তবে এর সত্যতা পাওয়া যায়নি। জনসাধারনের দাবী এসব দোকান উচ্ছেদ করে ফুটপাতটি জনগণের চলাচলের উম্মুক্ত করে দেয়া।