Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ইকোনমিক জোন প্রতিবাদে \ চা শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত

চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানের ধানী জমিতে ইকোনমিক জোন নির্মাণের প্রতিবাদে চা শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। গত ৭দিন ধরে বাগানে কাজ না করে অবস্থান ধর্মঘটসহ আন্দোলন করে যাচ্ছেন ৩টি বাগানের চা শ্রমিকরা। বাগানগুলো হল চান্দপুর চা বাগান, বেগমখাঁন চা বাগান ও জোয়ালভাঙ্গা চা বাগান। ধর্মঘটের সপ্তম দিনে গতকাল রবিবার সকালে চান্দপুর চা বাগানের প্রবেশ পথে শুরু হওয়া সমাবেশটি দুপুর ১টা পর্যন্ত চলে। দুপুর ২টায় চা শ্রমিকরা তাদের দাবির ব্যাপারে হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। এদিকে লস্করপুর ভ্যালীর ২৩টি চা বাগানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে চা শ্রমিকরা। আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, তাদের ধান চাষের জমিতে এই জোন করা হচ্ছে, তাদেরকে ক্ষতিপূরণ বা পুনর্বাসিত করার আশ্বাস-তো দূরের কথা তাদের সাথে কোন ধরণের যোগাযোগ করা হয়নি। তাই ৫শ’ ১১ একর জমিতে প্রস্তাবিত স্পেশাল ইকোনমিক জোন প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত চা শ্রমিকরা এ আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। গতকাল রবিবার অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ নেতা আহমেদ আলী, বাসদ হবিগঞ্জ জেলা সমন্বয়ক এডভোকেট জোনায়েদ আহমেদ, কমিউনিস্ট পার্টি হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, বাংলাদেশ চা শ্রমিক লস্করপুর ভ্যালীর সভাপতি ও ভূমি রক্ষা কমিটির আহŸায়ক অভিরত বাকতি, ভূমি রক্ষা কমিটির যুগ্ম আহŸায়ক কাঞ্চন পাত্র, চা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা স্বপন সাঁওতাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহন রবিদাস, চা শ্রমিক নেত্রী কনক লতা রাজবংশী প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, রক্তের বিনিময় হলেও চা শ্রমিকদের ধান চাষের জমিতে ইকোনমিক জোন ঠেকাতে হবে। এ ব্যাপারে চান্দপুর চা বাগানের ব্যবস্থাপক শামীম আহমদ বলেন, চা শ্রমিকরা ৭দিন ধরে বাগানে কোন কাজ না করে আন্দোলন করে যাচ্ছে এতে বাগানের উৎপাদন হ্রাস পাচ্ছে। এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর বলেন, ইকোনমিক জোন প্রতিষ্ঠার ব্যাপারে কয়েকবার চা শ্রমিকদের সাথে সভা হয়েছে। গত শুক্রবার বিকেলে শ্রমিক নেতাদের সাথে আবারও কথা হয়েছে। তারা বলছে তাদেরকে লিখিত দিতে হবে যে, এখানে ইকোনমিক জোন প্রতিষ্ঠা করা হবে না। লিখিত দেওয়ার দায়িত্ব সরকারের আমি এ দায়িত্ব একা নিতে পারি না।