Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জাসদ ৯নং নিজামপুর ইউনিয়ন কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি \ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ হবিগঞ্জ সদর উপজেলার ৯নং নিজামপুর ইউনিয়নের কাউন্সিল অনুষ্ঠিত হয়। গত ১৮ ডিসেম্বর শুক্রবার পাইকপাড়া চৌমুহনীতে মোঃ আঃ হেকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক এডভোকেট তাজ উদ্দিন আহমেদ সুফি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, জেলা জাসদ নেতা হাজী মহিউদ্দিন মফিজ, জেলা জাসদের প্রচার সম্পাদক শাহ্ মোঃ আব্দুল কাইয়ুম, হবিগঞ্জ পৌর জাসদের সভাপতি শাহ্ আশিকুর রহমান, হবিগঞ্জ পৌর জাসদের সহ-সভাপতি স্বপন দেব উজ্জল, জেলা জাসদের সদস্য এবং হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সহ-সভাপতি অজেয় বিক্রম দাশ শিবু, জাসদ হবিগঞ্জ সদর উপজেলার সভাপতি মোঃ সাইদুল হক, সাধারণ সম্পাদক মাসুক মিয়া, সাংগঠনিক সম্পাদক শামছুর রহমান বাচ্চু, সহ-সভাপতি শাহ্ নুরুল ইসলাম ও ছাত্রলীগ নেতা আফজল চৌধুরী, ছালেক মিয়া প্রমুখ।
উক্ত কাউন্সিলে মোঃ আব্দুল হেকিমকে সভাপতি, শাহ্ মোঃ ওমর ফারুক সাবাজকে সাধারণ সম্পাদক ও মোঃ আব্দুল কদ্দুছকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট জাসদ ৯নং নিজামপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হচ্ছেন-সহ-সভাপতি- মোঃ আব্দুল করিম, মোঃ সামছু মিয়া, মোঃ আরজু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ রাজু আহমেদ, কোষাধ্যক্ষ-    হাবিবুর রহমান শাহীন, দপ্তর সম্পাদক- মোঃ রাসেল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক- অলিউর রহমান চৌঃ সুমন, জনসংযোগ সম্পাদক- মোঃ শাহীন মিয়া, সমাজ সেবা সম্পাদক- সালাহ উদ্দিন, কৃষি সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক-  মোঃ ফারুক মিয়া, নারী বিষয়ক সম্পাদক- সাবিনা ইয়াছমিন, শিক্ষা বিষয়ক সম্পাদক- আব্দুস সালাম, স্বাস্থ্য ও জনসেবা সম্পাদক -আব্দুল মালেক, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক- মোঃ গিয়াস উদ্দিন, সংখ্যালঘু আদিবাসী জনগোষ্ঠী বিষয়ক সম্পাদক- মন্টু রবি দাশ, পরিবেশ বিষয়ক সম্পাদক-    মোঃ আলমগীর হোসেন, সদস্য-শাহ মোঃ শাহজাহান, মখলিছ মিয়া, জিলু মিয়া ও মুহা আলম।