Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চান্দপুর ভূমি রক্ষার আন্দোলনে সংহতি জানিয়েছে চা শ্রমিক ফেডারেশন

প্রেস বিজ্ঞপ্তি \ চুনারুঘাট চান্দপুর ও বেগম খান চা-বাগানে চা শ্রমিকদের ৫১১ একর জমিতে ইকনোমিক জোন স্থাপনের নামে কেঁড়ে নেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে ভূমি রক্ষা কমিটির সাত দিন ব্যাপি চলমান অবস্থান কর্মসূচি ও সমাবেশে উপস্থিত হয়ে সংহতি জানিয়েছেন বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক বীরেন সিং, সিলেট মালনি চড়া চা-বাগানে ফেডারেশন সভাপতি সন্তোষ বারাইক। এ ছাড়া চা বাগানে অবস্থান করে সাত দিন ব্যাপি কর্মসূচিতে সার্বিক সহযোগিতা ও সংহতি জানিয়েছেন বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলা শাখার সংগঠক শফিকুল ইসলাম। নেতৃবৃন্দ আগামীকাল ১১টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কাছে ভূমি রক্ষা কমিটির স্মারক লিপি প্রদান অনুষ্ঠান ও আগামী ২৭ তারিখ পর্যন্ত চা বাগানগুলেতে ২ঘন্টা কর্মবিরতি মিছিল, মানববন্ধন কর্মসূচি সফল করার আহŸান জানান।