Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ ঢাকার স্থানীয় সরকার প্রতিনিধিদের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার \ ঢাকা জেলার সাভার উপজেলার স্থানীয় সরকারের ৩ ইউ.পির চেয়ারম্যান, মেম্বার, সচিবদের সাথে হবিগঞ্জের জনপ্রতিনিধিদের এক মতবিনিময় সভা ১৭ ডিসেম্বর সন্ধ্যায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকার এলজিএসপির ডিএফ মোঃ জাবেদ ইকবাল চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সফিউল আলম। স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচঙ্গের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। তখন ঢাকার সভার ইউ.পি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা বলেন এলজিএসপি-২ স্থানীয় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক শিখন কার্যক্রমের অংশ হিসেবে সাভার উপজেলার ৩ ইউ.পির চেয়ারম্যান, সদস্যবৃন্দ ও সচিবকে নিয়ে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন ইউ.পি সমূহে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে এ সফর লক্ষ্য। এ সময় হবিগঞ্জ জেলা ইউ.পি সচিব সমিতির সম্পাদক শাহজাহান মিয়া ও বড়ইউড়ি ইউপি সচিব বেলায়েত হোসেন সেলিম এবং সাভার উপজেলার ভাকুর্তা ইউ.পি সচিব আমির হোসেনও বক্তৃতা করেন। এক পর্যায়ে বক্তৃতা করেন এলজিএসপি-২ এর ডিএফ এবিএম মাহবুবার রহমান, বনগাঁও ইউ.পি চেয়ারম্যান সাইদুল ইবনে হাসিব সোয়েব, তেতুলবাড়ী ইউ.পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমজাদ হোসেন আনজু, ইউ.পি সচিব মীর আব্দুল বারেক, বনগাও ইউ.পি সচিব নাহিদ হোসেন, ইউ.পি সদস্য আব্দুল গাফফার, নজরুল ইসলাম, আনিছুর রহমান, তেতুলবাড়ী ইউ.পি সদস্য শাহআলম, কুতুব উদ্দিন, নাসির উদ্দিন, মোঃ হাকিম, ভাকুর্তা ইউ.পি সদস্য চান বাদশা, আব্দুল আজিজ, শাহাদাত হোসেন ও সাহাব উদ্দিন। সভাশেষে শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে সিদ্ধার্থ বিশ্বাসের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।