Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ধুলিয়াখালে ডাকাত পুলিশ বন্দুক যুদ্ধ \ অস্ত্রসহ ৫ ডাকাত আটক \ পুলিশসহ আহত ৭

কাজাী মিজানুর রহমান \ ধুলিয়াখালের নিকট ডাকাত-পুলিশ সংঘর্ষ ও গুলাগুলিতে ডিবি পুলিশের এসআই সুদীপ রায়সহ ৭ পুলিশ ও ৫ ডাকাত আহত হয়েছে। পুলিশ আহত অবস্থায় ৫ ডাকাতকে আটক করেছে।
আটককৃত ডাকাতরা হচ্ছে চুনারুঘাট উপজেলার কচুয়া গ্রামের ইদ্রিছ আলীর ছেলে ফজল আলী (৩০), বি-বাড়িয়া জেলার আখাউড়া গ্রামের হোসেন আলীর ছেলে রাসেল মিয়া (২৫), একই জেলার কসবা শহরের রফিক মিয়ার ছেলে সফিক মিয়া (২৫), হবিগঞ্জ সদর উপজেলার আব্দাবখাই গ্রামের মনতাজ আলীর ছেলে সায়েদ আলী (৩৫), চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি গ্রামের সফর আলীর ছেলে লিটন মিয়া (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে একদল ডাকাত ধুলিয়াখালের নিকট বাইপাস সড়কের মাহমুদপুরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি হবিগঞ্জ ডিবি পুলিশ জানতে পেরে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ডাকাতদের ধাওয়া করলে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলিণ ছুড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে ডাকাতদল পিছু হটলে আহত অবস্থায় উলে­খিত ৫ ডাকাতকে পুলিশ আটক করে। আটক ডাকাতদের নিকট থেকে ১টি পাইপ গান, ৩টি গুলি, ৪টি দা সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক ডাকাতদের পুলিশ প্রহরায় হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির জানান, পুলিশ ডাকাতদের গ্রেফতারের সময় ডাকাতরা পুলিশের উপর আক্রমন চালায়। এতে পুলিশ আত্মরক্ষার্থে ৮ রাউন্ড গুলি ছুড়ে। তিনি জানান ঘটনার সাথে জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেফতার করতে অভিযান চলছে।