Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে পোষ্টার লাগাতে বাধা দেওয়ায় দোকানে আগুন

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নের কসবা গ্রামে এক জাপা নেতার বিজয় দিবসের শুভেচ্ছার পোষ্টার লাগাতে বাধা দেওয়ায় ফার্নিচারের দোকান আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে। এ ঘটনায় ৮জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ অগ্নিকান্ডে প্রায় সাড়ে ৮লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা যায়, উপজেলার দিঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের মৃত লিপাই উল­ার ছেলে কুয়েত প্রবাসী জাপা নেতা সাইদুল হক জয় শেখের ছবি যুক্ত বিজয় দিবসের শুভেচ্ছা সম্বলিত পোষ্টার এলাকার বিভিন্ন স্থানে সাটায় তার লোকজন। গত মঙ্গলবার বিকেলে কসবা বাজারের ইয়াকুব উল­াহর ছেলে ফারুক মিয়ার ফার্ণিচারের দোকানে ওই পোস্টার নিয়ে সাটাতে যায় সাইদুলের ভাই ফজলুল হক, এরশাদ, লিটুসহ ৮/৯জন লোক। এসময় দোকানের দেয়ালে পোস্টার সাটাতে গেলে দোকানের মালিক ফারুক মিয়া বাধা দেন। এনিয়ে উভয়ের মধ্যে গালিগালাজ হয়। শেষে ফজলুল হকরা ক্ষিপ্ত হয়ে চলে যায়। ওই দিনই রাত সাড়ে ১১টার দিকে ফারুক মিয়ার ওই ফার্ণিচারের দোকানে আগুন লাগিয়ে দেয়। এতে দোকানে রক্ষিত বিভিন্ন ধরনের কাটের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে প্রায় সাড়ে ৮লাখ টাকার ক্ষতি হয়েছে।  এঘটনায় ফারুক মিয়া বাদি হয়ে নবীগঞ্জ থানায় ফজলুল হক, আকলীসহ ৮জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।