Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

উমেদনগরে মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম \ নির্বাচিত হলে বিশেষ প্রকল্প গ্রহণের মাধ্যমে উমেদনগরের বিদ্যমান সমস্যা নিরসন করবো

প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান সেলিম গতকাল পৌর এলাকার উমেদনগর পূর্বহাটি, বড়বাড়ি, আলগাবাড়ি, পশ্চিম ও দক্ষিণ এলাকায় গণ সংযোগ করেন। তিনি ভোটারদের সাথে কথা বলেন এবং নির্বাচিত হলে উমেদনগরের উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণের মাধ্যমে বিদ্যমান সমস্যা নিরসনে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বলে আশ্বাস দেন।
এছাড়াও তিনি গতকাল শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এ সময় তার সাথে ছিলেন- নিমরাজ মিয়া, এমএ রহমান আফজাল, হাজী মধু মিত্র, বজলুর রহমান তালুকদার, আব্দুল হান্নান, মোঃ মনসুর আলী, সেলিম আহমেদ, কামাল মিয়া, আক্তার মিয়া, ওয়াহিদ মিয়া, তইয়ব আলী, আরব আলী, নূরুল হক, এখলাছ মিয়া, নজরুল মিয়া, মুক্তার মিয়া, লিজান মিয়া, নজরুল মিয়া, কিতাব আলী, বিপুল রায়, বিপ্লব রায় চৌধুরী। মোঃ আব্দুল কুদ্দুছ, সজলু খান, মোতাহির খান, তাহির মিয়া মুক্তিযোদ্ধা, মোঃ আলাউদ্দিন মিয়া, মোঃ ফারুক মিয়া, কিতাব আলী, সবুজ মিয়া, এমএ মামুন, ঝুমুর রায়, আবিন্দু রায়, হাজী ইউনুছ মিয়া, হাজী ফুল মিয়া, হাজী, আলাউদ্দিন খান, সাহাবুদ্দিন খান, শামছুজ্জামান খান, ফটিক মিয়া, মুরিদ খান, মোশাহিদ খান, আলাই মিয়া, প্রিয় কাজল রায়, হুমায়ুন কবির রেজা, তাহির মিয়া, আল আমিন, বিজয় রায়, বিজয় বণিক, রামকৃষ্ণ রায়, অমীয় রায়, নূরুল আমিন, সোহেল, জয়নাল, শেখ খান, বেদন মিয়া।
এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধায় শহরের পিটিআই ও কালীবাড়ী ক্রসরোডে মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলহাজ্ব সামসু মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহসিন মিয়া, ডাঃ সারোয়ার, আকবর আলী, এডভোকেট মখলিছুর রহমান, সৈয়দ কামরুল ইসলাম, সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, শশাঙ্ক রায়সহ স্থানীয় গন্যমান ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
গতকাল দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগেও পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, সজল রায়, ফলসল খাঁন, পুলক রায়, আব্দুল আওয়াল, উজ্জল খান, নারায়ন দাশ, আজিজ খান, রাজু রায়, মোঃ ছালেক মিয়া, গোপাল দাস, সন্তোষ দেবনাথ, মোঃ হিরাজ মিয়া, সজল গোপ, বিপুল রায়।
এদিকে গতকাল বিকাল সাড়ে তিনটায় পৌর এলাকার ৯নং ওয়ার্ডের শায়েস্তানগর, মাহমুদাবাদ, কোরেশনগর ও অনন্তপুর এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ সামছুল হক, শরিফ উল­াহ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি অমল কুমার দাশ পলাশ প্রমুখ।
এছাড়াও শহরের কোর্ট স্টেশন ও সিনেমা হল এলাকায় পৃথক মতবিনিময় সভায় আতাউর রহমান সেলিমের পক্ষে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ আগামী ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনে হবিগঞ্জের উন্নয়নের স্বার্থে নৌকা প্রতিকে ভোট দেয়ার আহবান জানান।