Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কয়লা ভিত্তিক বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র করতে চায় এনার্জি প্রিমা

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ, সিলেট ও বগুড়ার ৪টি বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে প্রতিদিন জাতীয় গ্রীডে ১৭০ মেঘাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে এনার্জি প্রিমা। ২০১৬ সালে আরও ১৫০ মেঘাওয়াট বৃদ্ধি করে তা ৩২০ মেঘাওয়াটে উন্নীত করার ল্যমাত্রা তাদের। পাশাপাশি কয়লা ভিত্তিক বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মানের পরিকল্পনা রয়েছে এনার্জি প্রিমার।
গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জের শাহজিবারে পিডিবির মিলনায়তনে এনার্জি প্রিমার ৮ম বার্ষিক সাধারন সভায় এই তথ্য জানানো হয়। সভায় কোম্পানীর শেয়ার হোল্ডারদের জন্য ১৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। পাশাপাশি আগামী ২০ থেকে ২২ মাসে সকল ব্যাংক ঋণ শেষ করে শেয়ার হোল্ডারদের জন্য বোনাস শেয়ারসহ আরও বেশী মুনাফা প্রদানের প্রত্যাশা করেন কোম্পানী কতৃপক্ষ।
এনার্জি প্রিমার পরিচালক ও সাবেক সচিব কামাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সাধারন সভায় বক্তৃতা করেন, কোম্পানীর এমডি মোয়াজ্জেম হোসেন, পরিচালক শাহাদাৎ হোসেন সেলিম ও কোম্পানীর সেক্রেটারী আশরাফুজ্জামান। এসময় উপস্থিত শেয়ার হোল্ডারগণের বিভিন্ন প্রশ্নের উত্তের দেন কোম্পানীর এমডি মোয়াজ্জেম হোসেন।