Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

তীব্র শীতে হবিগঞ্জের জনজীবন বিপর্যস্ত \ সদর হাসপাতালে ২ নবজাতকের মৃত্যু

এম এ আই সজিব \ কয়েক দিনের অব্যাহত তীব্র শীতে হবিগঞ্জের জনজীবন বিপযস্ত হয়ে পড়েছে। তবে এতে বেশি কষ্টে পড়েছে ছিন্নমূল মানুষ। শীতের কারণে মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আর এ অবস্থায় লোকজন আক্রান্ত হচ্ছে শীতজনিত নানা রোগে। এসব রোগে আক্রান্ত শতাধিক লোক সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এর মাঝে গতকাল মঙ্গলবার দ্ইু নবজাতকের মৃত্যু হয়েছে।
ডাক্তার বলছেন কয়েক দিনের মৃদু শৈত্য প্রবাহে ঠান্ডাজনিত রোগ দেখা দিতে পারে। এমনকি শিশু ও বৃদ্ধদের এসময় রোগ-বালাই একটু বেশি হয়। সাধারণত শ্বাসতন্ত্রজনিত রোগ হাঁপানি, সর্দি, কাশি এবং শিশুদের কোল্ড ডায়রিয়া দেখা দিতে পারে। সামর্থ্য অনুযায়ী গরম থাকার পরামর্শ দিয়ে চিকিৎসকরা এ সময়ে একটু বেশি করে পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শ দেন।