Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ইকোনমিক জোন নির্মাণের প্রতিবাদে ফুসে উঠেছে চা-শ্রমিক

স্টাফ রিপোর্টার \ চুনারুঘাট উপজেলার চান্দপুর ও বেগমখান চা বাগানের ধানী জমিতে ইকোনমিক জোন নির্মাণের প্রতিবাদে ফুসে উঠেছে কয়েকটি চা বাগানের শ্রমিকরা। এ প্রতিবাদের ৩ দিন ধরে কয়েকটি চা বাগানের শ্রমিকরা কাজ কর্মবন্ধ রেখে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন।
সূত্র জানায়, স¤প্রতি একনেকের এক সভায় চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের চান্দপুর ও বেগমখান বাগান এলাকার প্রায় ৫১১ একক ধানী জমিতে ইকোনমিক জোন নির্মাণের জন্য অনুমোদন করা হয়। এ খবর শ্রমিকদের মধ্যে মধ্যে প্রতিবাদের ঝড় উঠে। গত ৩দিন ধরে চান্দপুর, বেগমখানসহ কয়েকটি চা বাগানের শ্রমিকরা কাজ বন্ধ করে তীর, ধনুকসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করে যাচ্ছেন।
গতকাল শ্রমিক নেতা মনি শংকর বাউরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তৃতা করেন সিপিবির জেলা সভাপতি পীযুষ চক্রবর্তী, বাসদের জেলা সমন্বয়ক অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, তেল গ্যাস জাতীয় কমিটির যুগ্ম আহŸায়ক অ্যাডভোকেট কামরুল ইসলাম, চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীরেন সিং, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদা খা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় নেতা আবুল হাসান, সন্ধ্যা ভৌমিক, সইশেন ভৌমিক, জোৎস্না কালিন্দী, শফিকুল ইসলাম, চা বাগান শিক্ষার অধিকার বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতা অনিক চন্দ্র, গীতা কানু, ইউপি মেম্বার লীচরণ বাউড়ী, শিশু রঞ্জন কর্মকার, মহাদেব মাষ্ঠার, অবিলাশ গোস্বামী,  ক্ষিতিশ রঞ্জন বাকতী প্রমুখ।
সভায় বক্তারা অবিলম্বে চান্দপুর ও বেগমখান চা বাগানের শ্রমিকদের ধানী জমি থেকে অকোনমিক জোন নির্মাণের সিন্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচির ঘোষনা দেন। পাশাপাশি তাদের আন্দোলন অব্যাহত ভাবে চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।