Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ইকোনমিক জোন নির্মাণের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন শ্রমিকরা

স্টাফ রিপোর্টার \ চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানের ধানী জমিতে ইকোনমিক জোন নির্মাণের প্রতিবাদে ফুঁসে উঠেছেন চা শ্রমিক-জনতা। দ্বিতীয় দিনেও চা শ্রমিক-জনতার অবস্থান ধর্মঘট ও সমাবেশে কয়েক হাজার নারী-পুরুষের সমাগম ঘটে। গতকাল সোমবার চান্দপুর চা বাগানের প্রবেশ পথে সকাল থেকে শুরু হওয়া এই সমাবেশটি শেষ হয় বিকাল ৪ টায়। এদিকে লস্করপুর ভ্যালীর ২৩টি চা বাগান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, যাদের ধান চাষের জমিতে এই জোন বানানো হচ্ছে, তাদেরকে ক্ষতিপূরণ বা পুনর্বাসিত করার আশ্বাস তো দূরের কথা, তাদের সাথে কোন ধরনের যোগাযোগই করা হয়নি। তাই ৫শ’ ১১ একর জমিতে প্রস্তাবিত ‘স্পেশাল ইকোনোমিক জোন’ প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত প্রত্যাহার না করার পূর্ব পর্যন্ত চা শ্রমিকরা এ আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ আন্দোলনে চা শ্রমিক ছাড়াও সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, সাংস্কৃতি কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশগ্রহণ করেন। গতকাল সোমবার দিনব্যপী অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ নেতা আহমেদ আলী, অ্যাডঃ জুনায়েদ আহমেদ, কমিউনিস্ট পার্টি হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক পীযূষ চক্রবর্তী, হবিগঞ্জ জেলা রিপোর্টারস ইউনিটির সহ-সভাপতি মুজিবুর রহমান, সাহিত্যকর্মী ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন- বাপা’র জেলা যুগ্ম সম্পাদক সিদ্দিকী হারুন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান অনির্বাণ, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের লস্করপুর ভ্যালীর সভাপতি ও ভূমি রক্ষা কমিটির আহŸায়ক অবিরত বাক্তি, ভূমি রক্ষা কমিটির সদস্য সচিশ্র ণৃপেন পাল, ভূমি রক্ষা কমিটির যুগ্ম-আহŸায়ক কাঞ্চন পাত্র, চা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা স্বপন সাঁওতাল, ভূমি রক্ষা কমিটির যুগ্ম-আহŸায়ক সূর্য রায়, বেগমখান চা বাগানের ইউপি সদস্য ল²ীচরণ বাক্তি, চান্দপুর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সাধন সাঁওতাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহন রবিদাস, সাবেক ইউপি সদস্য শিরিন আক্তার, চা শ্রমিক নেত্রী কনক লতা রাজবংশী, বাসদ নেতা শফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, রক্তের বিনিময়ে হলেও চা শ্রমিকদের ধান চাষের জমিতে ইকোনমিক জোন নির্মাণ ঠেকাতে হবে।